কুষ্টিয়ার কুমারখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী নাট্যোৎসব। ‘তারুণ্যের উৎসব’–এর অংশ হিসেবে কুমারখালী পৌর শিশুপার্কের সবুজ চত্বরে এ নাট্যোৎসবের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমি। বেলুন ও কবুতর উড়িয়ে মঙ্গলবার বেলা ১১টায় নাট্যোৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কে এম আলমের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলন উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমান ও সদস্যসচিব আসাদুজ্জামান আলী।

উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো.

তৌফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে তরুণেরা। সে জন্য আগামীর ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত রাখতে হবে। তারা যেন যেকোনো বিষয়ে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকে। জ্ঞানে, বিজ্ঞানে, সংস্কৃতিতে সব জায়গায় তারা নিজেকে এমনভাবে তুলে ধরবে, সারা বিশ্বের মানুষ যেন তাদের প্রশংসা করে।

তিনি আরও বলেন, সুস্থ থাকতে হলে দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। তরুণদের আগামী বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সে জন্য তিন দিনব্যাপী নাট্যোৎসব ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তারুণ্যের উৎসব এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মঙ্গলবার সন্ধায় মঞ্চস্থ হয় ‘রক্ত গন্ধা জুলাই’। এদিন রাতেই রয়েছে সামাজিক নাটক ‘এ পৃথিবী টাকার গোলাম’। এ ছাড়া দ্বিতীয় দিন বুধবার একই মঞ্চে ‘কোহিনূর’ মঞ্চস্থ হবে। বৃহস্পতিবার মধ্যরাতে রয়েছে ‘সুখের সংসার’; এ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে এ নাট্যোৎসব।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ট য ৎসব উপজ ল

এছাড়াও পড়ুন:

বুদাপেস্ট ও ভেনিসে পুরস্কার জিতল বাংলাদেশের ‘আনটাং’

সাংবাদিক গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’ অনারেবল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেছে ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল ও বুদাপেস্ট চলচ্চিত্র উৎসবে। তথ্যটি নির্মাতা নিজেই নিশ্চিত করেছেন।

মানুষের বাকস্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে নির্মিত এই চলচ্চিত্র এরই মধ্যে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। হিল চলচ্চিত্র উৎসব, বিইউএফ ফিল্ম ফেস্ট, ইনডিপেনডেন্ট চলচ্চিত্র উৎসব, ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসবে ছবিটির বেশ কয়েকটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

 আনটাং সিনেমার মিউজিক ও সাউন্ড করেছেন আকিব শাওন ও বাউলা নাজমুল। একটি গানে কণ্ঠ দিয়েছেন রাশেদ সাগর। চিত্র গ্রহণে ছিলেন রয় সন্দ্বীপ। প্রডাকশন ডিজাইন করেছেন সানজিদ মাহমুদ।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, প্রসুন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন, মানিক সাহাসহ অনেকেই।
এর আগে গোলাম রাব্বানী নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছুরত’ ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে এই নির্মাতার ‘স্টিচ লাইফ’ ও ‘নিশি’ নামক দুটি সিনেমা। গত বছর মুক্তি পেয়েছে গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী’, মুক্তির অপেক্ষায় আছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রঙবাজার’।

দুটি সিনেমাই পরিচালনা করেছেন রাশিদ পলাশ।

সম্পর্কিত নিবন্ধ

  • ভালোবাসা দিবসের আয়োজন
  • শেষ হলো কেয়ার অব ঢাকার স্প্রিং কার্নিভাল
  • গ্রিন ইউনিভার্সিটির পিঠা উৎসবে মিলনমেলা
  • সিনেমা হলে আবেগে ভাসলেন শতাধিক রিকশাচালক
  • নড়াইলে ঐতিহ্যবাহী পলো উৎসব
  • চট্টগ্রাম সমিতি-ঢাকার আয়োজন: আনন্দ-উৎসবে মেজবান মিলনমেলা
  • সৃজনে-মননে তারুণ্যের প্রত্যয়
  • ইসলাম উদ্দিনের কিচ্ছার রাত শেষ হলো ‘দেওরা’ দিয়ে
  • বুদাপেস্ট ও ভেনিসে পুরস্কার জিতল বাংলাদেশের ‘আনটাং’