কুষ্টিয়ার কুমারখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী নাট্যোৎসব। ‘তারুণ্যের উৎসব’–এর অংশ হিসেবে কুমারখালী পৌর শিশুপার্কের সবুজ চত্বরে এ নাট্যোৎসবের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমি। বেলুন ও কবুতর উড়িয়ে মঙ্গলবার বেলা ১১টায় নাট্যোৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কে এম আলমের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলন উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমান ও সদস্যসচিব আসাদুজ্জামান আলী।

উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো.

তৌফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে তরুণেরা। সে জন্য আগামীর ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত রাখতে হবে। তারা যেন যেকোনো বিষয়ে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকে। জ্ঞানে, বিজ্ঞানে, সংস্কৃতিতে সব জায়গায় তারা নিজেকে এমনভাবে তুলে ধরবে, সারা বিশ্বের মানুষ যেন তাদের প্রশংসা করে।

তিনি আরও বলেন, সুস্থ থাকতে হলে দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। তরুণদের আগামী বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সে জন্য তিন দিনব্যাপী নাট্যোৎসব ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তারুণ্যের উৎসব এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মঙ্গলবার সন্ধায় মঞ্চস্থ হয় ‘রক্ত গন্ধা জুলাই’। এদিন রাতেই রয়েছে সামাজিক নাটক ‘এ পৃথিবী টাকার গোলাম’। এ ছাড়া দ্বিতীয় দিন বুধবার একই মঞ্চে ‘কোহিনূর’ মঞ্চস্থ হবে। বৃহস্পতিবার মধ্যরাতে রয়েছে ‘সুখের সংসার’; এ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে এ নাট্যোৎসব।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ট য ৎসব উপজ ল

এছাড়াও পড়ুন:

রামাদান ও ঈদ ফেস্টিভ্যালের উদ্বোধন

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, খাদ্যপ্রেমী ও ব্যবসায়ীদের জন্য মিলনমেলা হয়ে উঠবে রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল।

বুধবার (১২ মার্চ) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আয়োজিত রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্য সচিব বলেন, রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল নাগরিক জীবনকে আনন্দময় ও উপভোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং বিম শো এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, খাদ্যপ্রেমী ও ব্যবসায়ীদের জন্য মিলনমেলা হয়ে উঠবে রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল

এর আগে ফিতা কেটে ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে এর উদ্বোধন করেন বাণিজ্য সচিব। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দর্শনার্থীরা আজ থেকে রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল ২০২৫-এর নানাবিধ পণ্য ও অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

ফেস্টিভ্যালে থাকছে ঐতিহ্যবাহী ও আধুনিক ইফতারসামগ্রী, উৎসবের পোশাক, গৃহস্থালি পণ্য এবং জীবনধারাসংক্রান্ত বিভিন্ন দ্রব্যাদি।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ উৎসব ১২ মার্চ থেকে ২৬ মার্চ ২০২৫ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

ঢাকা/হাসনাত/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • দিবার ঈদ কালেকশনে যা থাকছে
  • দোল পূর্ণিমায় শেষ হলো একদিনের লালন স্মরণোৎসব
  • ঈদে তাঁতের শাড়ির পসরা সাজিয়েছেন ফাহমিদা ও কাকলী
  • আখড়াবাড়িতে সাধুসঙ্গ থাকলেও নেই মেলা, সাংস্কৃতিক আয়োজন
  • ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে লালন স্মরণোৎসব শুরু কাল, থাকছে না মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল’ শুরু
  • রামাদান ও ঈদ ফেস্টিভ্যালের উদ্বোধন
  • ফায়জার ঈদ পোশাকে ‘প্রতিবাদ’
  • বর্ণিল ঈদ পোশাক
  • ঢাকার রাশিয়ান হাউজে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন