ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে ভর্তি, আবেদনের সময় ও পরীক্ষার তারিখ পরিবর্তন
Published: 11th, February 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময় ও পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনঅস্ট্রেলিয়া দিচ্ছে ‘ভাইস চ্যান্সেলর ইন্টারন্যাশনাল স্কলারশিপ’, টিউশন ফির ৫০ শতাংশসহ নানা সুযোগ ১০ ফেব্রুয়ারি ২০২৫বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার আবেদনের শেষ তারিখ ১২ ফেব্রুয়ারির পরিবর্তে ৭ এপ্রিল রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ভর্তি পরীক্ষা ২৬ এপ্রিলের পরিবর্তে ১৭ মে বেলা ১১টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানতে প্রযুক্তি ইউনিটে আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন–সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং সংশোধিত ভর্তি নির্দেশিকা আবেদনকারীদের দেখতে হবে।
আরও পড়ুনপ্রাথমিকের শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধি, বিদ্যালয়কে লাল–হলুদ ও সবুজ শ্রেণিতে ভাগ করার সুপারিশ১০ ফেব্রুয়ারি ২০২৫এ ইউনিটের আবেদন ফি ৮৫০ টাকা। আবেদনের তথ্য/ছবি সংশোধনের শেষ দিন ১৪ এপ্রিল। প্রবেশপত্র সংগ্রহের তারিখ ২১ এপ্রিল, বেলা ৩টা থেকে পরীক্ষার ১ ঘণ্টা আগপর্যন্ত। ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি, আবেদন করুন দ্রুত৯ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
একই রশিতে ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ
শিল্পাঞ্চল আশুলিয়ায় একই রশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে সাভারের আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকা থেকে পোশাক শ্রমিক স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া দম্পতি হলেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে শাওন আহম্মেদ ও একই উপজেলার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা আক্তার। তারা দু’জনেই আশুলিয়ার দ্য রোজ ড্রেসেস নামের পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৫ মাস আগে আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নেন শাওন-হাফিজা দম্পতি। সোমবার রাত সাড়ে ১২টার দিকে এক প্রতিবেশী জানালা দিয়ে তাদের কক্ষে একই রশিতে দু’জনকে ঝুলতে দেখেন। তাঁর চিৎকারে ওই ফ্ল্যাটের অন্য প্রতিবেশীরা সেখানে যান এবং বাড়িওয়ালাকে খবর দেন। বাড়িওয়ালা এসে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে কক্ষের দরজা ভেঙে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাড়ির মালিক আফাজ উদ্দিন জানান, তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল কিনা জানেন না। কী কারণে তারা এই পথ বেছে নিয়েছেন, বুঝতে পারছেন না।
আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন, তবে কী কারণে করেছেন, তা জানা যায়নি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।