যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্বসেরা পাঁচ বিজ্ঞানী। 

মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ 

ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়া বিজ্ঞানীরা হলেন, মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড.

সাইদুর রহমান, জাপানের তহুকো বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তাডাহেরু কোমেডা, চায়নার জর্জিয়া টেক সেনজেন ইনস্টিটিউটের খণ্ডকালীন সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী সাদ আলী, জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির ম্যাটেলিয়ালস্ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক তমোহিরো হায়েসি এবং চায়নার হেনান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক জিউহা লিউ।

যবিপ্রবির নিয়োগ পাওয়া এ বিজ্ঞানীরা বিশ্ববিদ্যালয় ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা ও গবেষণার বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করবেন। যা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের বিশ্বের কাছে পরিচিত হতে সহযোগিতা করবে। এতে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। 

গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত ১০৪তম রিজেন্ট বোর্ড সভায় বিভাগীয় পরিকল্পনা কমিটির সুপারিশ অনুসারে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচজন অধ্যাপককে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগের ভিজিটিং অধ্যাপক হিসেবে ১ বছরের জন্য নিয়োগের সিদ্ধান্ত নেন।

ঢাকা/ইমদাদুল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এপেক্স নিয়ে এলো নতুন ঈদ কালেকশন 

ফ্যাশন ঐতিহ্য, উদ্ভাবনী ডিজাইন এবং টেকসই উৎপাদনকে উৎসাহিত করতে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫। ৮ ফেব্রুয়ারি আলোকি কনভেনশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।  
এ ফ্যাশন শোতে এপেক্স তাদের ঈদ ২০২৫-এর নতুন কালেকশন লঞ্চ করে। ঈদের জন্য বিশেষভাবে তিওয়াইন করা তাদের ম্যাভেরিক ব্র্যান্ডের পোশাকের নতুন লাইনও নিয়ে আসে। এ ছাড়া ব্র্যান্ডটির বিভিন্ন সাব-ব্র্যান্ড যেমন মুচি, ভেনচুরিনি, ম্যাভেরিকের ভিন্নধর্মী নতুন ডিজাইন ও স্টাইলের জুতা প্রদর্শন করা হয় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এ।
এ আয়োজনে রেড কার্পেট মিট অ্যান্ড স্ট্রিট পর্ব শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। সাড়ে ৭টায় শুরু হয় মূল ফ্যাশন শো। সেখানে এপেক্সের পাশাপাশি অংশগ্রহণ করে বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এ জি, লেবেল ইমাম হাসান, ফিন্ট এলিগেন্স, পিষ্টি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন। নন্দিত মডেল এবং অভিনেত্রীরা এ ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে ভূমিকা রাখেন। এপেক্সের জন্য শো-স্টপার হিসেবে আসেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। ফ্যাশন শোর পাশাপাশি ওই অনুষ্ঠানে দেশের সেরা মডেলদের সম্মাননাও জানায় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি। 

সম্পর্কিত নিবন্ধ