ঢাকা ডকল্যাবের উদ্যোগে হয়ে গেল ঢাকা ডকইমপ্যাক্ট ল্যাব পিচিং। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে পার্সপেকটিভ ফান্ডের সহায়তায় সফলভাবে শেষ হয়েছে এ আয়োজন।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ডকল্যাবের ট্রাস্টি লুভা নাহিদ চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফরবস, শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মুস্তফা জামান এবং ঢাকা ডকল্যাবের পরিচালক তারেক আহমেদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচটি প্রকল্পের অংশগ্রহণকারীরা সফলভাবে তাঁদের গল্পগুলোর সামাজিক সম্ভাবনা, প্রভাব উপস্থাপন করেছেন। ঢাকা ডকইমপ্যাক্ট ল্যাব পিচিং ইভেন্টে প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল আন্ডা স্টোরি, পরিচালনা করেছেন শাকাওয়াত হোসেন; এমব্রেসিং ফাদারহুড, পরিচালনা করেছেন পার্থ সেনগুপ্ত; পানকৌড়ি, পরিচালনা করেছেন জাফর মুহাম্মদ; সং অব সানফ্লাওয়ার, পরিচালনা করেছেন আবিদ সরকার এবং দুপ্রোঝিরি, পরিচালনা করেছেন আসমা বীথি। পিচিং সেশনের মূল লক্ষ্য ছিল ডকুমেন্টারি গল্পের মাধ্যমে সামাজিক পরিবর্তনের পথ তৈরি করা।

দৃষ্টিপ্রতিবন্ধী বাউল প্রভাত সরকার গান শোনান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ছ ন

এছাড়াও পড়ুন:

হাজারীবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর হাজারীবাগ থানার শেখ রাসেল স্কুলের পাশে বেড়িবাঁধ এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রুহুল আমিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ওই যুবক মারা যান। পরে তার মরদেহ ময়না তদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত রুহুল আমিন মাদারীপুরের পূর্ব থানা এলাকার চান মিয়ার ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর মাতবর বাজার কাজী বাড়ি এলাকায় তিনি ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছাম্মাক হোসেন বলেন, রাতে ডিউটি করার সময় খবর পাই বেড়িবাঁধ এলাকায় একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। পরের ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এক যুবক। পরে আশপাশের লোকজনের কাছে জানতে পারি দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেল থাকা ওই যুবককে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মারা যান। আজ সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

ঢাকা/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ