হয়ে গেল ঢাকা ডকইমপ্যাক্ট ল্যাবের প্রথম পিচিং ইভেন্ট
Published: 11th, February 2025 GMT
ঢাকা ডকল্যাবের উদ্যোগে হয়ে গেল ঢাকা ডকইমপ্যাক্ট ল্যাব পিচিং। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে পার্সপেকটিভ ফান্ডের সহায়তায় সফলভাবে শেষ হয়েছে এ আয়োজন।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ডকল্যাবের ট্রাস্টি লুভা নাহিদ চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফরবস, শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মুস্তফা জামান এবং ঢাকা ডকল্যাবের পরিচালক তারেক আহমেদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচটি প্রকল্পের অংশগ্রহণকারীরা সফলভাবে তাঁদের গল্পগুলোর সামাজিক সম্ভাবনা, প্রভাব উপস্থাপন করেছেন। ঢাকা ডকইমপ্যাক্ট ল্যাব পিচিং ইভেন্টে প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল আন্ডা স্টোরি, পরিচালনা করেছেন শাকাওয়াত হোসেন; এমব্রেসিং ফাদারহুড, পরিচালনা করেছেন পার্থ সেনগুপ্ত; পানকৌড়ি, পরিচালনা করেছেন জাফর মুহাম্মদ; সং অব সানফ্লাওয়ার, পরিচালনা করেছেন আবিদ সরকার এবং দুপ্রোঝিরি, পরিচালনা করেছেন আসমা বীথি। পিচিং সেশনের মূল লক্ষ্য ছিল ডকুমেন্টারি গল্পের মাধ্যমে সামাজিক পরিবর্তনের পথ তৈরি করা।
দৃষ্টিপ্রতিবন্ধী বাউল প্রভাত সরকার গান শোনান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
কালিয়াকৈরে ইটভর্তি ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইটভর্তি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য।
শনিবার সকালে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের নামা আশুলাই এলাকায় সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সিএনজি চালক হলেন, ওবায়দুল ইসলাম (৪২)। তার গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায় বলে জানা গেছে। নিহত বাকি দুইজনের মধ্যে একজন নারী রয়েছেন। তার বয়স ৫৫ বছর। নিহত অপর পুরুষের বয়স আনুমানিক ৬২ হবে বলে পুলিশ জানিয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিএনজি চালক ওবায়দুল ইসলাম শ্রীপুরের মাওনা থেকে একজন পুলিশ সদস্যসহ তিন যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। নামা আশুলাই এলাকায় বিপরীতগামী ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ তিনজন নিহত হন।
স্থানীয়রা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
কালিয়াকৈর থানার পুলিশ কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সিএনজি চালকের মরদেহ শনাক্ত করা গেছে। অপর দুজনের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে। ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।