ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন মহসীন, সাধারণ সম্পাদক বাবুল
Published: 11th, February 2025 GMT
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক পদে বাবুল তালুকদার নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর তাঁরা এই দায়িত্ব পালন করবেন।
গত শনিবার রাজধানীর পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ সদস্যের কমিটিতে সহসভাপতি পদে মশিউর রহমান ও মোহাম্মদ জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে দেলোয়ার হোসেন ও জাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে সালেকুজ্জামান চৌধুরী রাজীব নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম খোকন সিকদার, দপ্তর সম্পাদক পদে ফরিদ উদ্দিন সিদ্দিকী নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম, মাহবুব হোসেন খান, মো.
এ ছাড়া অর্থ সম্পাদক পদে নাসিম সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সৌরভ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অ্যাসোসিয়েশনে মোট ভোটার ১৭২ জন। এর মধ্যে ভোট পড়েছে ১৬৩টি। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র ব চ ত হয় ছ ন ল ইসল ম
এছাড়াও পড়ুন:
৩১ দফা বাস্তবায়নে বিএনপির সভা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে প্রচার চালাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচনা সভা করেছে বিএনপি।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদ সরকার, অর্থবিষয়ক সম্পাদক হান্নান বেপারি, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহসভাপতি আব্দুস সামাদ, যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসান মিয়া, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাসেম প্রধান, বিএনপি নেতা নাজমুল করিম ইয়াসিন প্রমুখ।
এ সময় উপস্থিত ব্যক্তিদের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে প্রচারপত্র বিলি করা হয়। পরে ৫ শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।