হয়ে গেল আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন থিয়েটার স্কুল প্রাক্তনীর সম্মিলন।  ‘আনন্দযজ্ঞে তোমার নিমন্ত্রণ’ শিরোনামে গত শুক্রবার দিনভর রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে ছিল এ আয়োজন। এতে দুই শতাধিক প্রাক্তনী অংশ নেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও প্রশিক্ষকেরা। বহুদিন পর পুরোনো বন্ধুদের পেয়ে দিনভর হইহুল্লোড় আর গল্প–আড্ডায় মাতেন প্রাক্তনীরা।
১৯৯০ সালে থিয়েটার স্কুল প্রতিষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র–ছাত্রীদের মেলবন্ধন ঘটাতে ১৯৯২ সালে প্রতিষ্ঠা করা হয় থিয়েটার স্কুল প্রাক্তনী। প্রাক্তনী নানা রকম আয়োজন করে আসছে সেই থেকেই। আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর সম্মিলন ২০২৪ উৎসর্গ করা হয়েছে স্কুলের প্রাক্তন ছাত্র অলিউল হক রুমির স্মৃতির প্রতি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।
সম্মিলনের উদ্বোধন করেন থিয়েটার স্কুলের অধ্যক্ষ নাট্যজন রামেন্দু মজুমদার। তিনি বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের স্বাধিকার আন্দোলন ও চব্বিশের গণ–অভ্যুত্থানে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আহতদের রোগমুক্তি কামনা করেন। থিয়েটার স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা স্ব–স্ব ক্ষেত্রে অবদান রেখে সমাজের উজ্জ্বল ভূমিকা রাখছেন উল্লেখ করে তিনি সবাইকে মানবিক মানুষ হওয়ার আহ্বান জানান। এরপর তাঁকে শুভেচ্ছা স্মারক উপহার দেন সম্মিলনের আহ্বায়ক সৈয়দ আপন আহসান। আহ্বায়কের বক্তব্যে সৈয়দ আপন আহসান আশা প্রকাশ করে বলেন, নতুন প্রজন্ম আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হবে, থিয়েটার স্কুল প্রাক্তনীকে আরও গতিশীল করবে।

বিকেলে ছিল সাংস্কৃতিক পর্ব.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফারহান-কেয়ার প্রেমের ‘বাজি’

ছোট পর্দার ব্যস্ত তারকা জুটি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। অনেক নাটক-টেলিফিল্মে একসঙ্গে দেখা গেছে তাদের। ঈদ উপলক্ষে ফের জুটি বাঁধলেন এই তারকা যুগল।

তৌফিকুল ইসলাম নির্মাণ করেছেন একক নাটক ‘বাজি’। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। এ নাটকে দেখা যাবে কেয়া-মুশফিককে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার নাটকে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন মীর রাব্বি। 

‘বাজি’ নাটকের গল্প সাজানো হয়েছে মফস্বলের এক বাজিকরকে ঘিরে। যার নাম জালাল। যে সব বাজিতেই জেতে। যদিও একবার এক মুরগী ধরার বাজিতে গিয়ে ধরে ফেলে একই গ্রামের সুন্দরী শিক্ষার্থী আনিকার পা! বাজিকরের জীবনে আসে নতুন গল্প। 

আরো পড়ুন:

মোশাররফ করিমকে নিয়ে আর এইচ সোহেলের ধারাবাহিক

স্পর্শিয়ার প্রেমে দুই ভাই!

নির্মাতা জানান, পুরো নাটকের গল্পই আবর্তিত হয়েছে বাজি ও বাজিকরের জীবন নিয়ে। এরমধ্যে অন্যতম অনুষঙ্গ আবার প্রেম। টিভি দর্শকরা এমন থ্রিলার জনরার গল্প সচরাচর নাটকে দেখতে পান না বলেও মনে করেন এই পরিচালক।

‘বাজি’ নাটকের প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উৎসবে ‘বাজি’সহ প্রায় ২০টি কনটেন্ট দর্শকদের জন্য নির্মাণ করা হয়েছে। সব কটি ধারাবাহিকভাবে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ