রাঙামাটির নানিয়রচরের ঘিলাছড়িতে এক সেনা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নিখিল নাথকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার নিখিল নাথ নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক।

আরো পড়ুন:

সাংবাদিক বেলাল হত্যার পুনঃতদন্ত করে হত্যাকারীদের শাস্তি দাবি

স্বামীকে হত্যা, প্রেমিকসহ স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড

পুলিশ জানায়, ২০০৬ সালের ১৭ ডিসেম্বর নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ক্যাপ্টেন মো.

নুরুল আলম গাজী নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার ১ নম্বর আসামি ছিলেন নিখিল নাথ। হত্যাকাণ্ডের ১৯ বছর পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

নানিয়ারচর থানার ওসি নাজির আলম বলেন, “২০০৬ সালে ঘিলাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্ব টহল দেওয়া দলের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় ক্যাপ্টেন মো. নুরুল আলম গাজী (২৪ ই বি) নিহত হন। ওই ঘটনায় মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।”

ঢাকা/শংকর/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

‘মার্চ ফর ড. ইউনুস’ আগে সংস্কার, তারপর নির্বাচনের দাবিতে শহরে মানববন্ধন 

‘মার্চ ফর ড. ইউনুস’ আগে সংস্কার, তারপর নির্বাচন এই  দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগনের ব্যানারে এই কর্মসুচি পালিত হয়।

এসময় বক্তারা বলেন, আমরা চাই আমাদের দেশটা যেনো ইউরোপ আমেরিকার মতো মাথা উচু করে দাঁড়াতে পারে। আমরা পরিচয় দিতে চাই, এটা সোনার বাংলাদেশ। ইউনুস সরকারের হাত ধরে দেশ সংস্কার হচ্ছে, আমরা চাই, আগে দেশ সংস্কার হোক পরে নির্বাচন। 

দারিদ্রতা নিয়ে কাজ করছে ইউনুস সরকার, তাই দেশের বাহির থেকে তিনি বিনিয়োগকারীদের নিয়ে আসছে। আমরা অবশ্যই এর সুফল পাবো। এছাড়াও সকল নির্বাচনই আমরা চাই এ সরকারের আমলেই হোক এবং সুষ্ঠ নির্বাচন হোক।

এসময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, মো. আলিফ দেওয়ান, রবিউল ইসলাম রবিন, আল আমিন বিন আরশাদ আলী, ফাহিম খন্দকার অনিক ও রাব্বী ইসলাম নিলয়সহ আরো অনেক নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ