ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী পরবর্তী ধাপে জিম্মিদের মুক্তি দেওয়ার মাত্র কয়েক দিন আগে কেন তা বিলম্ব করার ঘোষণা দিল হামাস?

বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে নিজেদের ওই ঘোষণাকে ইসরায়েলের জন্য একটি ‘সতর্কীকরণ বার্তা’ হিসেবে উল্লেখ করেছে হামাস। তারা বলেছে, নিজেদের বাধ্যবাধকতাগুলো পূরণে দখলদারদের (ইসরায়েল) ওপর চাপ সৃষ্টি করতে মধ্যস্থতাকারীদের পর্যাপ্ত সময় দিচ্ছে তারা।

হামাসের হাতে বন্দী জিম্মিদের মধ্যে তিনজনকে আগামী শনিবার মুক্তি দেওয়ার কথা ছিল। বিবৃতিতে হামাস বলেছে, পরবর্তী সময়সূচি অনুযায়ী, শনিবার জিম্মি মুক্তির বিষয়টি যেন এগিয়ে নেওয়া যায়, তার জন্য ‘দরজা এখনো খোলা’ আছে। এ থেকে মনে হচ্ছে চুক্তি নিয়ে সৃষ্ট অচলাবস্থা সমাধানে সময় দিতে চায় তারা। তবে এ অচলাবস্থাটা আসলে কী?

ইসরায়েলের বিরুদ্ধে হামাস একরাশ অভিযোগ এনেছে। সেগুলো হলো—বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ ঘরবাড়িতে ফেরায় বিলম্ব করানো, তাঁদের ওপর সরাসরি গুলি করা এবং গাজায় নির্দিষ্ট ধরনের মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হওয়া।

গাজায় যে বিপুল পরিমাণ ফিলিস্তিন ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, তাঁদের নিজ বাড়িতে ফিরতে দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের অনিচ্ছার কথা উল্লেখ করেছেন হামাসের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন অনেক ফিলিস্তিনি কর্মকর্তাও।

গাজার বাসিন্দাদের উপত্যকাটি থেকে চলে যেতে উৎসাহিত করার বিভিন্ন কৌশল নিয়ে ইসরায়েল সরকার যখন রাখঢাক না করে আলোচনা করছে—এমন একটি সময়ে আবাসস্থলের জরুরি প্রয়োজনীয়তার মধ্যে থাকা মানুষগুলোকে ফিরতে ইসরায়েলের বাধা দেওয়ার কারণে ফিলিস্তিনিদের মধ্যে গাজা থেকে বিতাড়িত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

এই আশঙ্কাকে বলতে গেলে প্রতিদিনই আরও তীব্র করে তুলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে তাঁর পরামর্শে মনে হয়েছিল, যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের সময়টাতে বেশির ভাগ ফিলিস্তিনিকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। তবে পরে দেখা যায়, ট্রাম্প সব গাজাবাসীর নিজ ঠিকানা ছেড়ে চলে যাওয়ার এবং যুক্তরাষ্ট্রের গাজা নিয়ন্ত্রণ ও শাসনের কথা বলছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য় ল র

এছাড়াও পড়ুন:

 সোনারগাঁয়ে চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে মারধর

সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের  চরকামালদি গ্রামে বিএনপির নেতাকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় পার্টি নেতা হযরত আলী গংগদের বিরুদ্ধে।

উপজেলার বিএনপি'র মৎস্য বিষয়ক সম্পাদক সানাউল্লাহ প্রধান এ ঘটনায় শনিবার সোনারগাঁ থানায় একটি  অভিযোগ দায়ের করেন ।

অভিযোগ সূত্র জানা যায় যে,নুরুল হক মোল্লা , মোঃ হযরত আলী মোল্লা ,  বাবু মোল্লা , মোঃ শামিম মোল্লা ৫। মোঃ সাদেক মোল্লা সর্ব সাং-চরকামালদী, ডাকঘর- ধন্দীয় বাজার, থানা-সোনারগাঁ, নারায়ণগঞ্জসহ অজ্ঞাত নামা ৪/৫জন বিবাদীগণদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, বিবাদীগণ পরস্পর একদলভুক্ত, উচ্ছৃংখল, দাঙ্গাবাজ, পরধনলোভী ও খারাপ প্রকৃতির লোক।

 গত শুক্রবার চরকামালদী উত্তর পাড়া মসজিদের সামনে সানাউল্লাহ বন্ধু আমানকে উপরোক্ত বিবাদীণ রাস্তায় আটকাইয়া তাহার কাছ থেকে ওয়াইফাই ও ডিসের মেশিন যাহার অনুমান মূল্য দুই লাখ টাকা জোর পূর্বক রাখিয়া দেয় এবং তাহার কাছে চাঁদা দাবি করে।

পরবর্তীতে আমান সানাউল্লাহ কাছে আসিয়া উক্ত বিষয়ে জানাইলে আমি স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়া উক্ত বিষয়টি সমাধান করার জন্য একটি উঠান বৈঠক শালিশ বসাই।

উক্ত উঠান বৈঠক শালিশে বিবাদীগণকে ডাকাইয়া আমানের মেশিন ফেরত দিতে বলিলে উপরোক্ত বিবাদীগণ সানাউল্লাহ উপর ক্ষপ্তি হইয়া দেশীয় অস্ত্রসস্ত্র অবৈধ পিস্তল, রামদা, চাপাতী, ছুরি, লোহার রড, এসএস পাইপ, অকথ্য ভাষায় গালমন্দ করিয়া সানাউল্লাহকে এলোপাথারী মারধর করিয়া আমার শরীরে বিভিন্ন স্থানে নীলাফুলা করে।

মারধরের এক পর্যায়ে সানাউল্লাহ গলায় থাকা ১৬রি স্বর্ণের চেইন যাহার অনুমান মূল্য- ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা উপরোক্ত হযরত ছিনাইয়া নিয়া যায়।সানাউল্লাহ ডাক চিৎকার শুনিয়া আশে পাশের লোকজন আগাইয়া আসিলে নুরুল হক মোল্লা পিস্তল দিয়ে ফাকা গুলি করে এবং  বিবাদীগণ পরবর্তীতে সানাউল্লাহ্ বাড়িতে ডাকাতি করিবে ও  গাড়িতে আগুন দিয়া দিবে। 

পুকুরের মাছ মারিয়া ফেলবে ও পরিবারের লোকজনদের যে কোন সময় মারধর করিয়া প্রাণনাশ করিবে বলিয়া হুমকি প্রদান করে। 

সানাউল্লাহ জানান, বিবাদীরা খারাপ প্রকৃতির লোক তাহারা যেকোন সময় আমাকেসহ আমার পরিবারের লোকজনদের মারধর করিয়া খুন যখম করত দাঙ্গাহাঙ্গামা করিয়া আইন শৃঙ্খলার অবনতি ঘটাইতে পারে মর্মে ভীত আশংখায় আছি। এমতাবস্থায় উক্ত বিষয়টি নিয়া আমি মানসিক ভাবে চিন্তিত এবং হতাশাগ্রস্থ হয়ে আছি। 

এই বিষয়ে সোনারগাঁ উপজেলা যুবদল নেতা  ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী  ওয়াজকুরনীকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়ছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবদুল বারী জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি
  • ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নতুন নীতিমালা 
  • আড়াইহাজারে মামলা থেকে স্বামীর নাম বাদ দেওয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার
  • জয়সওয়ালের মন্তব্য অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল
  • নারায়ণগঞ্জে গৃহবধূকে ধর্ষণের ভিডিও প্রচার, গ্রেপ্তার ১
  • রণধীর জয়সোয়ালের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল
  • হাসিনাকে ফেরত চাওয়া চিঠির জবাব এখনো দেয়নি ভারত
  • জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ
  • জৌলুশ হারিয়েছে দিনাজপুরের কড়াই বিল, এবার কাটা পড়ল ৬ শতাধিক গাছ
  •  সোনারগাঁয়ে চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে মারধর