মেঘনা নদীতে প্রায় ৮ মণ (৩১০ কেজি) ওজনের একটি হাউস মাছ জেলেদের জালে ধরা পড়েছে। অনেকে এ মাছটিকে শাপলাপাতা মাছ এবং পানপাতা মাছ নামে চিনে থাকেন। তবে বিদেশিদের কাছে এটি “রেফিন ফিস/স্টিং ফিস নামে পরিচিত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে জেলেরা মাছটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ঘাটে নিয়ে আসলে মাছটি দেখতে উৎসুক জনতা এসে ভিড় করে।

স্থানীয় মাছ ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম বলেন, প্রায় ৮ মন ওজনের মাছটি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার জেলে হাবিবুল্লাহ মিয়ার জালে মেঘনা নদীর চাঁদপুর মোহনায় ধরা পড়ে। 

মাছটি পিকআপ-ভ্যানে করে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার-ঘাট এলাকায় মাছবাজারে নিয়ে আসলে ১ লক্ষ ২০ হাজার টাকায় কিনে রাখার পর মাছটি কেটে ৭ শত টাকা কেজিতে বিক্রি করেছি।

সোনারগাঁ উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, মেঘনা নদীতে প্রায় ৮ মন ওজনের একটি শাপলাপাতা মাছ জেলেদের জালে ধড়া পড়ার কথা শুনেছি। বাজারে মাছটির চাহিদা রয়েছে।

বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর নাম রেফিন ফিস বা স্টিং ফিস। তবে এটি শাপলাপাতা মাছ নামেই পরিচিত।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ওজন র

এছাড়াও পড়ুন:

সাভারে পৃথক স্থান থেকে দম্পতিসহ চার পোশাকশ্রমিকের লাশ উদ্ধার

ঢাকার অদূরে সাভার উপজেলার বিভিন্ন এলাকা থেকে চার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমার রাত থেকে গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে এসব মরদেহ উদ্ধার করা হয়। চারজনই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আশুলিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের ৫ তলা আবাসিক ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে পোশাকশ্রমিক মো. শাওন (২৩) ও তাঁর স্ত্রী হাফিজা (২৩) খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। হাফিজার লাশ ঝুলন্ত অবস্থায় ও শাওনের লাশ খাটের ওপর ছিল। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই নারী হয়তো স্বামীর ঝুলন্ত লাশ দেখার পর সেটি নামিয়ে নিজেই একইভাবে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

এদিকে গতকাল দুপুরে আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়ান্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার ভেতর থেকে কারখানার শ্রমিক গোলাম মোস্তফার (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কারখানার অষ্টম তলার লোহার ফায়ার পাইপের সঙ্গে গেঞ্জির কাপড় গলায় প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। গোলাম মোস্তফা নওগাঁ জেলার বদলগাছী থানার মৃত তৈয়ব আলীর ছেলে।

এর আগে গতকাল সকালে খেজুরবাগান এলাকার শাহ-আলমের বাড়ি থেকে হৃদয় (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় হৃদয়ের মরদেহ ছিল। কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার মৃত লাল মিয়ার ছেলে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নূর আলম সিদ্দিক প্রথম আলোকে বলেন, আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমকিভাবে তাঁরা সবাই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পারিবারিক কলহসহ ব্যক্তিগত কিছু কারণে এসব আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে তদন্ত চলছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

সম্পর্কিত নিবন্ধ