আড়াইহাজার   উপজেলা   সাব-রেজিস্ট্রিার মো. সাজ্জাদ হোসেন আন্তরিকতায় ও দক্ষতায়   উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের রাজস্ব আদায় এবং সেবার মান  বেড়েছে। গত বছরে রাজস্ব আদায় হয়েছে   ৪৪   কোটি   ৫৫   লাখ   ৭৩৪ টাকা।

এই বিপুল  পরিমাণ   রাজস্ব বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাই স্বস্তি প্রকাশ করেছে। উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস সুত্রে  জানা গেছে, গত বছর ২০২৪ জানুয়ারি   থেকে   ডিসেম্বর   ২০২৪   পর্যন্ত   মোট   রেজিস্ট্রিকৃত দলিলের  সংখ্যা ৯৬৩২ টি, মোট রাজস্ব আদায় হয়েছে  ৪৪ কোটি, ৫৫ লাখ ৭ শত ৩৪ টাকা ।  

জানুয়ারি ২০২৫ সালে মোট দলিল সংখ্যা ৭৭৫ টি, মোট রাজস্ব  আদায় হয়েছে  ৪ কোটি ৮ লক্ষ ,৫২ হাজার ৪শ ৭৪ টাকা । ২০২৫ সালের বছরের শুরুতে জানুয়ারি মাসের বিপুল  পরিমাণ রাজস্ব আদায় দেখেই উপলব্ধি করা যায় এবছরে রাজস্ব আহরণ আরও অনেক বাড়বে। 

অত্র অফিসের অধীনে মৌজা মোট ১৭৮ টি, ইউনিয়ন ১০ টি ও পৌরসভা ২ টি।  স্থায়ী কর্মকর্তা ও কর্মচারী মোট ৬ জন। অফিসার ১ জন, সহকারী ১ জন, মোহরার ২ জন, টি সি মোহরার ১ জন ও   ১ জন অফিস সহায়ক। দৈনিক মজুরী ভিত্তিতে রয়েছে ১ জন উমেদার, ১ জন ঝাড়ুদার ও এবং ১ জন নৈশ প্রহরী।একটি  সুত্র  জানায়,  বিগত  সরকারের  সময়  প্রায় ১২/১৪ টি  মৌজার   জমি কেনা-বেচা বন্ধ করে রাখা হয়েছিল।   

স্থানীয় আওয়ামীলীগের নেতাদের মাসোয়ারা দিলে জমি বিক্রি করতে পারতো। অন্যথায় চরম প্রয়োজনে পড়লেও অনেকেই জমি বেচা-কেনা করতে পারতো না। যার কারণে বহু মানুষের   ভোগন্তি পোহাতে  হয়েছে।   ফলে রাষ্ট্রকেও অনেক  রাজস্ব হারাতে হয়েছে। 

বর্তমান সাবরেজিস্ট্রারের দক্ষতার ফলে এই সকল বন্ধ মৌজা চালু হওয়ার কারণে রাজস্ব আদায় বেড়েছে। আড়াইহাজার   উপজেলার   সাব-রেজিস্ট্রার মো: সাজ্জাদ হোসেন জানান, রেজিস্ট্রেশন বিভাগ   এককভাবে বাংলাদেশের   দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আহরণকারী বিভাগ। 

বিগত সময়ে সিন্ডিকেট ও পারিপার্শ্বিক ভয় ভীতির   কারণে জরুরি প্রয়োজন   থাকা সত্ত্বেও অনেকেই   দলিল করতে আসতে পারেনি। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। জনগণ স্বতঃস্ফূর্তভাবে নিজের প্রয়োজনে জমি বেচা-কেনার জন্য অফিসে আসতে পারছে। যার ফলে রাজস্ব আহরণ এবছর আরও বাড়বে বলে আশা কর যায়।

আড়াইহাজার  উপজেলার   দলিল লেখক সমিতির   সভাপতি মোহাম্মদ উল্লাহ   বলেন, বর্তমান   সাব-রেজিস্ট্রার মহোদয়ের আন্তরিক সহযোগিতায় বিগত ফ্যাসিস্ট সময়ের ভোগান্তি আর নেই। ভালো ভাবে চলছে আমাদের অফিস।

নারায়ণগঞ্জের জেলা রেজিস্ট্রার মো.

আব্দুল হাফিজ জানান, অফিসের কাজ কর্মে গতিশীলতা থাকলে দলিল   রেজিস্ট্রি বাড়ে। বতমানে পরিস্থিতিও স্বাভাবিক। আমাদের অফিসাররাও জনবান্ধব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণকে উত্তম সেবা দেওয়া।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র অফ স অফ স র উপজ ল

এছাড়াও পড়ুন:

ম্যাকসন্স স্পিনিংয়ের লোকসান বেড়েছে ৮২ শতাংশ

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২৩-২০২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) ও অর্ধবার্ষিক প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য অর্ধবার্ষিক প্রান্তিকে ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) অনুষ্ঠিত ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আরো পড়ুন:

লাভেলো আইসক্রিমের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর

শার্প ইন্ডাস্ট্রিজের ব্যবসায়িক কার্যক্রম তদন্ত করবে বিএসইসি

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৭৭) টাকা। এর আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল (০.৮৬) টাকা। লোকসান বেড়েছে ০.৯১ টাকা বা ১০৬ শতাংশ।

ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের অর্ধবার্ষিক বা ছয় মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.৪৯) টাকা। এর আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল (১.৯২) টাকা। লোকসান বেড়েছে ১.৫৭ টাকা বা ৮২ শতাংশ।

গত ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮.৮১ টাকায়।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি: বিষয় পছন্দক্রমে ফোন ভেরিফিকেশনে বিশেষ নির্দেশনা
  • ট্রাম্পের বিভাজন নীতি
  • কৃষি গুচ্ছে ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সময় পরিবর্তন
  • রেমিট্যান্সের নতুন রেকর্ড
  • কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন
  • ডেন্টালে ভর্তিতে সময় বৃদ্ধি
  • ‘জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতীয়মান না হওয়া’য় ঢেকে রাখা হলো মুক্তিযুদ্ধের ম্যুরাল
  • ম্যাকসন্স স্পিনিংয়ের লোকসান বেড়েছে ৮২ শতাংশ
  • ৫০ হাজার মেট্রিক টন চাল ও ৭০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন
  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির তারিখ ঘোষণা