সংস্কার সংস্কার বলে একদল লোক পাগল হয়ে যাচ্ছে: মির্জা আব্বাস
Published: 11th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
অন্তর্বর্তী সরকারকে সমর্থন ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অশুভ শক্তির কোনো কার্যক্রম এই দেশে বাস্তবায়ন হতে দেবে না বিএনপি। ইউনূস সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে বিএনপি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মুগদায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, এখন সংস্কার সংস্কার বলে একদল লোক পাগল হয়ে যাচ্ছে। ঘোষণা দিয়ে সংস্কার হয় না। এটা একটা চলমান প্রক্রিয়া। যা করার করে ফেলেন। একটু তাড়াতাড়ি করেন। ঘোষণা দিয়ে দেরি করতে হয় না। যদি কারো চক্রান্ত না থাকে তাহলে ডিসেম্বরেই নির্বাচন হবে। দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করে তিনি বলেন, কোনো সভ্য ভালো লোক করে না। শয়তান লোক করে। সকল প্রতিষ্ঠানে এই ধরনের লোক আছে। তাদেরকে ধরুন।
বিএনপির এই নেতা আরও বলেন, ভাবসাব এমন, নির্বাচন আসলে শুধু বিএনপিই নির্বাচনে যাবে, আর কেউ যাবে না। নির্বাচন এলে নাকে খত দিয়ে আসবেন, কারণ বিএনপি নির্বাচনের কথা বলেছে।
এম জি
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: ব এনপ
এছাড়াও পড়ুন:
এবার ওপেনএআই কিনতে চান ইলন মাস্ক, দর দিয়েছেন ৯,৭৪০ কোটি ডলার
টুইটারের (বর্তমানে এক্স) পর এবার ওপেনএআইয়ের ওপর চোখ পড়েছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি তৈরি করে তাক লাগিয়ে দেওয়া ওপেনএআইয়ের দখল নিতে ইলন মাস্ক বড় দর হাঁকিয়েছেন তিনি।
সম্প্রতি ওপেনএআই কেনার জন্য দর হাঁকিয়েছেন ইলনের নেতৃত্বাধীন একদল বিনিয়োগকারী। রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ৯ হাজার ৭৪০ কোটি ডলারের বিনিময়ে ওপেনএআই কিনে নেওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে প্রস্তাব দিয়েছেন ইলন মাস্কের নেতৃত্বে একদল বিনিয়োগকারী। যদিও মাস্কের নেতৃত্বাধীন বিনিয়োগকারীদের এই প্রস্তাব যে তারা মেনে নিচ্ছে না, ওপেনএআই ঠারেঠোরে তা বুঝিয়ে দিয়েছে। বরং উল্টো কাজ করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। মাস্কের হাতে থাকা টুইটার (বর্তমানে এক্স) কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
ইলন ও অল্টম্যান উভয়েই ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা। পরে কোম্পানি থেকে সরে দাঁড়ান ইলন মাস্ক, কিন্তু অল্টম্যান থেকে যান। তাঁর হাত ধরেই আসে চ্যাটজিপিটি। ওপেনএআই প্রাথমিকভাবে অলাভজনক সংস্থা হিসেবে চালু হলেও চ্যাটজিপিটির সাফল্যের পর ওপেনএআইকে লাভজনক কোম্পানিতে পরিণত করার চেষ্টা করছেন অল্টম্যান।
বাস্তবতা হলো, চ্যাটজিপিটি বাজারে আসার পর বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মাথা ঘুরে গেছে। সবাই বুঝে গেছে, ভবিষ্যৎ এআইয়ের হাতে। গুগল এই দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে। ওপেনএআইতে বিনিয়োগ করেছে মাইক্রোসফট। এই বাস্তবতায় ইলন মাস্কও এআই খাতে আসতে চাচ্ছেন। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানি ‘এক্সএআই’ চালু করেছেন তিনি। কিন্তু তাঁর চোখ ওপেনএআইয়ের ওপর; সে জন্য বোধ হয় প্রকাশ্যে সমালোচনা করেছেন স্যাম অল্টম্যানের নেতৃত্বের। এবার তো সরাসরি ওপেনএআই দখলে আনার চেষ্টা করছেন তিনি।
বিষয়টি প্রকাশ্যে আসার পরেই ইলনের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। লিখেছেন, ধন্যবাদ। তবে তিনি যেটা মনে করছেন সেটা হচ্ছে না; বরং তিনি চাইলে ওপেন এআই ৯ হাজার ৭৪ কোটি ডলারে টুইটার কিনব।’ অর্থাৎ বিষয়টি স্পষ্ট, ওপেনএআই হাতছাড়া করতে রাজি নন অল্টম্যান। জবাবে টুইটার কেনার বিষয়ে অল্টম্যানের কৌতুক অবশ্য ভালোভাবে নেননি ইলন। অল্টম্যানের পোস্টের জবাবে ইলন শুধু লিখেছেন, ‘প্রতারক’।
এ প্রসঙ্গে ওয়াল স্ট্রিট জার্নালকে ইলন মাস্কের এক আইনজীবী বলেছেন, আগের মতো ওপেন সোর্স ও সুরক্ষা প্রদানকারী কোম্পানি হিসেবে আসার সময় হয়েছে ওপেনএআইয়ের; এটা নিশ্চিত করা হবে।
ব্যবসা-বাণিজ্যের জগতে ইলন মাস্ক অবশ্য নৃশংস হিসেবে পরিচিত এই অর্থে যে তিনি যা করতে চান, তা করে ছাড়েন। টুইটার কেনার ঘটনার মধ্য দিয়ে তা বোঝা যায়। শুরুতে টুইটারের মালিক বিক্রি করতে রাজি না হলেও শেষমেশ ৪৪ বিলিয়ন বা ৪৫ হাজার ৪০০ কোটি ডলারে মাস্কের কাছে তা বিক্রি করে দেন মালিক। এবার দেখা যাক, ওপেনএআই কেনায় মাস্ক কত দূর যেতে পারেন।