সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

অন্তর্বর্তী সরকারকে সমর্থন ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অশুভ শক্তির কোনো কার্যক্রম এই দেশে বাস্তবায়ন হতে দেবে না বিএনপি। ইউনূস সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে বিএনপি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মুগদায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, এখন সংস্কার সংস্কার বলে একদল লোক পাগল হয়ে যাচ্ছে। ঘোষণা দিয়ে সংস্কার হয় না। এটা একটা চলমান প্রক্রিয়া। যা করার করে ফেলেন। একটু তাড়াতাড়ি করেন। ঘোষণা দিয়ে দেরি করতে হয় না। যদি কারো চক্রান্ত না থাকে তাহলে ডিসেম্বরেই নির্বাচন হবে। দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করে তিনি বলেন, কোনো সভ্য ভালো লোক করে না। শয়তান লোক করে। সকল প্রতিষ্ঠানে এই ধরনের লোক আছে। তাদেরকে ধরুন।

বিএনপির এই নেতা আরও বলেন, ভাবসাব এমন, নির্বাচন আসলে শুধু বিএনপিই নির্বাচনে যাবে, আর কেউ যাবে না। নির্বাচন এলে নাকে খত দিয়ে আসবেন, কারণ বিএনপি নির্বাচনের কথা বলেছে।

এম জি

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: ব এনপ

এছাড়াও পড়ুন:

ডিমেনশিয়া রোগের আগাম সতর্কবার্তা দেবে এআই

মহাকাশে নতুন নক্ষত্র শনাক্ত করা থেকে শুরু করে মানবদেহের অনেক রোগ শনাক্তে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এবার মস্তিষ্কের তরঙ্গ বিশ্লেষণ করে ডিমেনশিয়া বা স্মৃতিক্ষয় রোগের আগাম উপসর্গ জানাতে সক্ষম এআই টুল তৈরি করেছেন যুক্তরাজ্যের ম্যাস জেনারেল বার্মিংহামের একদল গবেষক। নতুন এআই টুলটি ডিমেনশিয়া রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তের পাশাপাশি ভবিষ্যতে রোগটিতে আক্রান্ত হওয়ার আশঙ্কার বিষয়ে সতর্কবার্তা দিতে পারে বলে দাবি করেছেন তাঁরা।

গবেষকদের তথ্যমতে, কার্যকারিতা পরীক্ষার জন্য ৬৫ বছরের বেশি বয়সী একদল নারীর পাঁচ বছরের ঘুমের তথ্য বা ইলেকট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) বিশ্লেষণ করতে দেওয়া হয়েছিল এআই টুলটিকে। এরপর তথ্যগুলো বিশ্লেষণ করে প্রায় ৭৭ শতাংশ ক্ষেত্রেই সঠিকভাবে ডিমেনশিয়া রোগের আগাম সতর্কবার্তা দিয়েছে এআই টুলটি। আলঝেইমার্স ডিজিজ জার্নালে এই গবেষণা ফলাফল প্রকাশিত হয়েছে।

এআই মডেলটি ডিমেনশিয়ায় আক্রান্ত রোগীদের মস্তিষ্কের তরঙ্গে কোনো ধরনের পরিবর্তন এলে তা শনাক্ত করতে পারে। বিষয়টিকে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে মনে করছেন গবেষকেরা। কারণ, ডিমেনশিয়ায় আক্রান্ত হতে যাওয়া ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের কয়েক বছর আগে চিকিৎসা শুরু করা সম্ভব হলে সহজেই রোগটি প্রতিরোধ করা সম্ভব হবে।

এ বিষয়ে গবেষক দলের সদস্য শাহাব হাগায়েগ জানিয়েছেন, এআই টুলটির মাধ্যমে ঘুমের সময় মস্তিষ্কের তরঙ্গের সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করে ভবিষ্যতে ডিমেনশিয়া রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কার তথ্য জানা সম্ভব। শুধু তা–ই নয়, পরিধানযোগ্য ইইজি যন্ত্র বাড়িতে ব্যবহার করে রোগীদের ওপর নজর রাখার সুযোগও তৈরি হতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ

  • ডিমেনশিয়া রোগের আগাম সতর্কবার্তা দেবে এআই