চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজের সংকট নিরসনে নারায়ণগঞ্জে অভিযান অব্যাহত
Published: 11th, February 2025 GMT
চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজের সঙ্কট নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীতে অভিযান অব্যাহত রেখেছে বিআইডব্লিউটিএ'র ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকেল ৪টা অবধি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কাঁচপুর ব্রিজ এলাকা থেকে রূপসী গাজী সেতু পর্যন্ত এলাকায় বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমান ও আশরাফুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন।
এসময় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক (নৌ-নিট্রা) নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানকালে নদীর দুই তীরে মালামাল খালাসরত আনুমানিক পঞ্চাশটি জাহাজ পরিদর্শন করা হয়া। এবং তাদের দ্রুত মাল খালাস করে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ টি নৌযানকে সর্বমোট ৩৫ (পঁয়ত্রিশ) হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে যাওয়া বিআইডব্লিউটিএ'র কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরে খাদ্যপণ্য খালাসের অপেক্ষায় রয়েছে অসংখ্য মাদার ভেসেল। লাইটারেজ জাহাজের সংকটে সেখান থেকে পণ্য পরিবহন করা যাচ্ছে না।
এতে করে আসন্ন পবিত্র মাহে রমজানের কৃত্রিম খাদ্যপণ্যের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যে কারণে নোঙ্গর করা জাহাজ গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ'র ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে দেখা যায় নানাবিধ কারণে অনেক লাইটারেজ কার্গো জাহাজ খাদ্যপণ্য নিয়ে শীতলক্ষ্যা, ধলেশ^রী ও মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অপেক্ষমান অবস্থায় রয়েছে।
ভ্রাম্যমান আদালত বিভিন্ন কার্গো জাহাজ পরিদর্শন এবং জাহাজের মাস্টার ড্রাইভার সুকানী, লোড-আনলোডের শ্রমিক ও ইজারাদারদের সঙ্গে কথা বলেন। মাল গুলো দ্রুত খালাস শেষে চট্টগ্রাম বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ল ইট র জ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৪০
নারায়ণগঞ্জে নিয়মিত এবং ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বিশেষ অভিযানে ২০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যার অভিযোগে করা মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার আসামিরা রয়েছেন।
আরো পড়ুন:
কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্য প্রত্যাহার
খুলনায় যুব মহিলা লীগ ও মোটর শ্রমিক নেতা গ্রেপ্তার
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী বলেন, “অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলার আরো ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।”
অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- ফতুল্লার রুবেল (৪৫), সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন (৩২), যুবলীগের সদস্য নূর হোসেন কুট্টি (২৫), বন্দরের মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (৫২), রূপগঞ্জের যুবলীগের কর্মী ইসমাইল হোসেন (৩৪), আড়াইহাজারে পৌরসভা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ (৪৪), সোনারগাঁও ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. সোহান (২৫), সোনারগাঁও পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রনি হাসান (৩২), সোনারগাঁও থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী শফিউর রহমান হিরনসহ (২২) ২০ জন।
নিয়মিত অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- খাইরুদ্দিন ইমন (২৪), রিফাত হাসান (২০), হোসাইন গাজী (২১), সোহাগ (২২), মোসাদ্দেক হোসেন (২৪), মো. জুয়েল রানা (৩৬), আবু মুছা (৩৮), লিটন (৩২), কামাল উদ্দিন (৫০), মাহাবুব হাসান (৩৮), রাসেলসহ (২৪) ২০ জন।
ঢাকা/অনিক/মাসুদ