পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, দেশে ক্রীড়াঙ্গনে অনেক সুযোগ-সুবিধা রয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে তেমনটা নেই। পাহাড়ের ক্রীড়াঙ্গনকে বঞ্চিত করা হচ্ছে। আজ মঙ্গলবার বিকেলে রাঙামাটিতে তারুণ্য উৎসব উপলক্ষে ব্যাডমিন্টন ও ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ কথা বলেন।

রাঙামাটি শহরের চিংহ্লা মং মারী স্টেডিয়ামে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী এই ব্যাডমিন্টন ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সন্তু লারমা। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের জনসংযোগ কর্মকর্তা বিমল চাকমা।

সন্তু লারমা বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তির আলোকে পার্বত্য পরিষদ আইন প্রতিষ্ঠা পেয়েছে। কিন্তু জেলা পরিষদ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এর মধ্যে ক্রীড়া বিভাগ এখনো জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়নি। পার্বত্য চট্টগ্রামে ক্রীড়াক্ষেত্রে অনেক কিছু করার জায়গা রয়েছে। কিন্তু সরকারের কাছে কোনো গুরুত্ব নেই। এ কারণে প্রতিভাবান খেলোয়াড়েরা এগিয়ে যেতে পারছেন না। অনেক সীমাবদ্ধতার পরও পার্বত্য অঞ্চলের অনেক তরুণ-তরুণী দেশে ও দেশের বাইরে অবদান রাখছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আগস্টে বাংলাদেশে আসছে ভারত ক্রিকেট দল

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই বছরের আগস্টে বাংলাদেশে আসছে ভারত জাতীয় দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) এই সিরিজের সফরসূচী প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলবে ভারত।

ভারতীয় দল ১৩ আগস্ট ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭ আগস্ট থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। সেখানে প্রথম দুই ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। তৃতীয় ওয়ানডেটি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

চট্রগ্রামে একই ভ্যান্যুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যচটি শুরু হবে ২৬ আগস্ট। মিরপুরে বাকি দুই টি-টোয়েন্টি অনুশঠিত হবে ২৯ ও ৩১ আগস্ট। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ!

আরো পড়ুন:

বছরজুড়ে দেশের মাঠে বাজে পারফরম্যান্স, জয়ের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে সেরা দল 

মাঠে ফিরেই নির্বাচকদের দিকে নাসিরের আঙুল

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “এই সিরিজটি আমাদের হোম ক্যালেন্ডারের সবচেয়ে রোমাঞ্চকর এবং প্রত্যাশিত আয়োজনগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে সকল সংস্করণেই ভারত একটি মানদণ্ড স্থাপন করেছে। উভয় দেশের লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী এই প্রতিযোগিতাটি উপভোগ করবেন। সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশ এবং ভারত বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে, এবং আমি নিশ্চিত যে এটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ন এবং উপভোগ্য সিরিজ হবে।”

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ