পাহাড়ের ক্রীড়াঙ্গনকেও বঞ্চিত করা হচ্ছে: সন্তু লারমা
Published: 11th, February 2025 GMT
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, দেশে ক্রীড়াঙ্গনে অনেক সুযোগ-সুবিধা রয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে তেমনটা নেই। পাহাড়ের ক্রীড়াঙ্গনকে বঞ্চিত করা হচ্ছে। আজ মঙ্গলবার বিকেলে রাঙামাটিতে তারুণ্য উৎসব উপলক্ষে ব্যাডমিন্টন ও ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ কথা বলেন।
রাঙামাটি শহরের চিংহ্লা মং মারী স্টেডিয়ামে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী এই ব্যাডমিন্টন ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সন্তু লারমা। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের জনসংযোগ কর্মকর্তা বিমল চাকমা।
সন্তু লারমা বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তির আলোকে পার্বত্য পরিষদ আইন প্রতিষ্ঠা পেয়েছে। কিন্তু জেলা পরিষদ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এর মধ্যে ক্রীড়া বিভাগ এখনো জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়নি। পার্বত্য চট্টগ্রামে ক্রীড়াক্ষেত্রে অনেক কিছু করার জায়গা রয়েছে। কিন্তু সরকারের কাছে কোনো গুরুত্ব নেই। এ কারণে প্রতিভাবান খেলোয়াড়েরা এগিয়ে যেতে পারছেন না। অনেক সীমাবদ্ধতার পরও পার্বত্য অঞ্চলের অনেক তরুণ-তরুণী দেশে ও দেশের বাইরে অবদান রাখছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কারামুক্ত জাকারিয়া পিন্টুসহ বিএনপি নেতাদের সংবর্ধনা
একে একে খালাশ পেলেন ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনবহরে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আসামিরা। গতকাল মঙ্গলবার উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
শহরের পুরোনো মোটরস্ট্যান্ডে কারামুক্ত নেতাদের গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, আলোচিত মামলাটির আইনজীবী জামিল আখতার এলাহী প্রমুখ।
১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা ও গুলিবর্ষণের মামলা হয়। ওই মামলায় ২০১৯ সালের ৩ জুলাই বিএনপির ৫২ জন নেতাকর্মীর মধ্যে ৯ জনকে ফাঁসি, ২৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার পাবনা কারাগার থেকে মুক্তি লাভ করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, বিএনপি নেতা শহিদুল ইসলাম অটল ও যুবদল নেতা মোস্তফা নূরে আলম শ্যামল। মঙ্গলবার রাজশাহী কারাগার থেকে মুক্তি লাভ করেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, সাবেক প্যানেল মেয়র শামছুল আলম, বিএনপি নেতা এ কে এম আখতারুজ্জামান ও যুবদল নেতা আজিজুর রহমান শাহীন।
একই দিন পাবনা কারাগার থেকে মুক্তি পান ঈশ্বরদী কলেজের সাবেক ভিপি যুবদল নেতা রেজাউল করিম শাহিন। আজ বুধবার ঢাকার কেরাণীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশের।