ফতুল্লায় তিন অপহরণকারীকে পুলিশে দিলো জনতা
Published: 11th, February 2025 GMT
ফতুল্লার পাগলায় গাড়ী ব্যবসায়ীকে অপহরনকালে তিন অপহরনকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় অপহরনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার আটক করে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ফতুল্লা থানার পাগলা বাজার ওয়ালটন শোরুম গলিতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- প্রাইভেটকার চালক ঢাকার দক্ষিণমুগদা ওয়াবদা গলির ৬/এ মৃত আব্দুল জব্বারের পুত্র প্রাইভেটকার চালক শাহাদাত (৪৬), ফতুল্লা থানার পঞ্চবটীর সেলিমের পুত্র হাসান(১৫) ও একই থানার দাপা ইদ্রাকপুরের মো শাহালমের পুত্র শাহরুখ(১৬)।
জানা যায়, পাগলা মুন্সিখোলাস্থ গাড়ী ব্যবসায়ী সাদিয়া এন্টারপ্রাইজের মালিক সাহাবুদ্দিন মোল্লা নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত বারোটার দিকে পায়ে হেটে পাগলা বাজার আসে।
নদীর ঐ পাড়স্থ পানঁগায়ে তার নিজ বাসায় যাওয়ার জন্য পাগলা ওয়ালটন গলি দিয়ে খেয়াঘাটের দিকে যাওয়ার সময় প্রাইভেট কারের সামনে যাওয়ামাত্র ৫-৭ জন অস্ত্রের মুখে জিম্মি করে সাহাবুদ্দিন মোল্লার সাথে থাকা তিন লাখ টাকা লুটে নিয়ে তাকে টেনে হিচড়ে প্রাইভেট কারে গাড়ীতে তোলার চেস্টা করে।
এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাইভেট কার চালক সহ তিনজনকে আটক করে ফেলে। তবে অপর দু-তিন জন লুটে নেওয়া তিন লাখ টাকা সহ অস্ত্র উচিয়ে দৌড়ে পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, এ বিষয়ে দ্রূত বিচার আইনে মামলা হয়েছে। পালিয়ে যাওয়া অপরাধীদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অপহরণ
এছাড়াও পড়ুন:
শিশু সন্তানকে জিম্মি করে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিশু সন্তানকে জিম্মি করে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া পানি টাংকি এলাকায় ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগি ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আরিফ (৩২) ও ডালিম (৩৫) জালকুড়ি উত্তর পাড়া এলাকায় বাদীর ভাড়া বাসার প্রতিবেশী। আরেক অভিযুক্ত বেলাল (৩৫) আরিফ ও ডালিমের সহকর্মী।
এক বাড়িতে ভাড়া থাকার সুবাদে অভিযোগের বাদীর সাথে অভিযুক্ত আরিফের পরিচয়। পরিচয়ের সূত্র ধরে গত বুধবার (১২ মার্চ) অভিযুক্ত আরিফ বিকেল আনুমানিক পৌনে ছয়টায় ইফতারি দেওয়ার জন্য বাদির ঘরের দরজায় টোকা দেয়।
এসময় বাদির স্ত্রী দরজা খুলে ইফতারি নিয়ে আবার দরজা লাগিয়ে দেয়। ইফতারির পর পুনরায় আবার আরিফ দরজায় নক করলে বাদীর স্ত্রী দরজা খুলে দিলে অভিযুক্ত তার তিন মাসের শিশু সন্তানকে কোলে নেয়ার বাহানায় ঘরে প্রবেশ করে এবং দরজা লাগিয়ে দেয়।
এসময় ওই গৃহবধুকে অভিযুক্ত আরিফ জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
একপর্যায়ে ভুক্তভোগী গৃহবধুর ডাক চিৎকার শুরু করলে তার শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে অভিযুক্ত আরিফ তার ঘরে চলে যায়।
অভিযোগে উল্লেখ করা, এসময় শিশু সন্তানকে সহিসালামতে ফেরত পেতে হলে ওই গৃবধুকে আরিফের সাথে অনৈতিককর্মকান্ডে জড়াতে হবে বলে হুমকি ধমকি দেয়।
এঘটনায় আতঙ্কিত হয়ে ওই গৃবধু তার স্বামীকে ফোন করে বিস্তারিত ঘটনা জানায়। পরে ওই গৃহবধুর স্বামী দ্রুত তার এক সহকর্মীকে নিয়ে বাড়িতে আসে এবং অভিযুক্ত আরিফের ঘর থেকে তার শিশু সন্তানকে উদ্ধার করে।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, শিশুটিকে তার বাবা উদ্ধার করে নিয়ে যাওয়ার পর অভিযুক্ত আরিফ ডালিম ও বেলালসহ আরো দশ থেকে বারোজন ব্যাক্তিকে ফোন করে নিয়ে আসে এবং ভুক্তভোগী গৃহবধু এবং তার স্বামীকে আইনগত ব্যাবস্থা গ্রহণ না করার জন্য নানা ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাৎ হোসেন জানান, এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তার স্বামী বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন থানায়। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।