যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলনের কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে খনি থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে বলে জানান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি.এম. জোবাইয়ের হোসেন।

শ্রমিকরা জানান, হঠাৎ করেই ভূগর্ভের পাথর তোলার স্কিপ্ট মেশিনের গিয়ার বক্সের বিয়ারিং ভেঙে যায়। ফলে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়।

এমডি প্রকৌশলী ডি.

এম. জোবাইয়ের হোসেন বলেন, “ট্যাকনিকাল কারণে আজ ভোর ৫টা থেকে খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। বিষয়টি বিশেজ্ঞরা দেখছেন। আশা করছি, দ্রুতই খনিটি থেকে পাথর উত্তোলন শুরু হবে।”

খনি সংশ্লিষ্ট সূত্রে জানায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে খনি থেকে পাথর ‍উত্তোলন বন্ধ হয়ে যায়। একমাস পর আবারো পাথর উত্তোলন শুরু হয়।

ঢাকা/মোসলেম/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘১৮ বছর বয়সে পালিয়ে বিয়ে করি, জীবন আলুথালু হয়ে গিয়েছিল’

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সমতা দাস। ‘এক আকাশের নিচে’ টিভি ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। কিন্তু মাঝে তাকে সেভাবে টিভি পর্দায় দেখা যায়নি।  

‘চিরসখা’ শিরোনামে নতুন ধারাবাহিকের মাধ্যমে টিভি পর্দায় ফিরছেন সমতা। অভিনয়ে না থাকার কারণ হিসেবে সমতা দাস বলেন, “একই ধরনের চরিত্রে কাজের প্রস্তাব আসছিল। অবশেষে মনের মতো একটা চরিত্র পেয়েছি।”  

বুদ্ধদেব দাসগুপ্ত নির্মিত ‘মন্দ মেয়ের উপাখ্যান’ সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এতে ‘লতি’ চরিত্রে অভিনয় করেন সমতা। তাছাড়া ‘এক মুঠো ছবি’, ‘হিরো’, ‘নাগরদোলা’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে তাকে। তবে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি এই অভিনেত্রী। 

আরো পড়ুন:

‘কাউকে চড় মারলে অসুবিধা নেই, চুমু খেলেই যত দোষ’

‘মেয়েরা ৬টা প্রেম করলে বেশ্যা, ছেলেরা করলে লোকে বলে— এলেম আছে’

এ বিষয়ে সমতা দাস বলেন, “১৮ বছর বয়সে পালিয়ে বিয়ে করি। পরিবারের কেউ সেই সময়ে মেনে নেয়নি আমার সম্পর্ক। যার ফলে ব্যক্তিগতজীবন আলুথালু হয়ে গিয়েছিল। নিজের ক্যারিয়ারে মন দিতে পারিনি।” 

খানিকটা ব্যাখ্যা করে সমতা দাস বলেন, “এতটাই সমস্যার মধ্যে ছিলাম, তখন নিজের ক্যারিয়ারে মন দেওয়া সম্ভভ হয়নি। তারপর যখন ফিরলাম তখন অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। চেহারাও সেভাবে ধরে রাখতে পারিনি। এটা হয়তো আমারই দোষ।” 

নায়িকা না হতে পারলেও আফসোস নেই সমতার। কারণ জীবনের কোনো সিদ্ধান্তে অখুশি নন। তিনি একটা সুন্দর সংসার পেয়েছেন। তাদের দু’বছরের একটি পুত্রসন্তান রয়েছে। তাই কোনো কিছু নিয়ে আক্ষেপ করতে রাজি নন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ