নড়াইলে জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা পার হতে না হতেই স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল হাসান বাবুলের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। জেলা কৃষক দলের নতুন আহ্বায়ক হিমায়েত হুসাইন ফারুকের বিরুদ্ধে কৃষক লীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কমিটি স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। 

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার নড়াইল জেলা কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়। এতে নড়াইল সদর উপজেলার বিছালী ইউপি চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুককে আহ্বায়ক, শোয়েব মিনাকে সদস্য সচিব ও ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রুবেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়। কমিটি ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, গত পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বিছালী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানান ঘোষিত কমিটির আহ্বায়ক ফারুক। সেই ছবিতে উপরের দিকে শেখ মুজিবুর রহমান ও সজীব ওয়াজেদ জয়, ডানে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও নড়াইল-১ আসনের সাবেক এমপি বিএম কবিরুল হক মুক্তির ছবি রয়েছে। ভাইরাল হওয়া আর একটি ছবিতে কৃষক লীগের ব্যানারে মিটিং করতে দেখা যায় হিমায়েত হুসাইন ফারুকে। সেই মিটিংয়ে বেশ কয়েক জন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।
  
জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দন বলেন, বাতিল হওয়া কমিটির আহ্বায়ক হিমায়েত হুসাইন ফারুক ফ্যাসিস্ট সরকারের দোসর। বিষয়টি জানতে পেরে কমিটি বাতিল হয়েছে। তিনি অভিযোগ করেন, নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তির আর্শীবাদে ফারুক বিছালী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তাকে জেলা কৃষক দলের আহ্বায়ক করায় আমরা হতাশ হয়েছিলাম। আগামীতে কমিটি করার সময় ত্যাগীদের মূল্যায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে জানতে হিমায়েত হুসাইন ফারুকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যাওয়া যায়।

জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, হিমায়েত হুসাইন ফারুক আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তা প্রমাণিত হওয়ায় কমিটি স্থগিত হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কম ট হ ম য় ত হ স ইন ফ র ক আওয় ম

এছাড়াও পড়ুন:

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে একমত নন পেসার নাসিম শাহ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে তাহলে একমত নন দেশটির পেসার নাসিম শাহ।

লাহোরে গত শুক্রবার গাদ্দাফি স্টেডিয়াম সংস্কার শেষে নতুন করে ‘উদ্বোধন’ করেন শেহবাজ। সেখানে সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান ক্রিকেট দলের আসল কাজটা কী হবে, ‘আসল কাজটা শুধু চ্যাম্পিয়নস ট্রফি জয়ই নয়, আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে দুবাইয়ের ম্যাচে হারাতেও হবে।’

আরও পড়ুনফেসবুক, এক্স, ইনস্টাগ্রামে বেশি ঘাঁটাঘাঁটি না করতে খুশদিলদের পরামর্শ আফ্রিদির৫ ঘণ্টা আগে

কিন্তু নাসিম এভাবে ভাবছেন না। চ্যাম্পিয়ন হতে গোটা টুর্নামেন্ট নিয়েই মনোযোগী ২১ বছর বয়সী পেসার। আলাদা করে শুধু ভারতের বিপক্ষে ম্যাচটিতে মনোযোগ দিতে চান না তিনি। করাচিতে গতকাল ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে পাকিস্তান দলের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন নাসিম।

আট দলের এই টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। আয়োজক দেশ পাকিস্তানের পাশাপাশি দুবাইয়েও কিছু ম্যাচ হবে। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে উত্তাপ ছড়ানো ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান। নাসিম জানিয়েছেন, এই ম্যাচ নিয়ে ড্রেসিংরুমে পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে এখনো কোনো আলোচনা হয়নি। শুনুন তাঁর মুখেই, ‘ভারতের বিপক্ষে আমরা কী করব আর কী করব না, এসব নিয়ে এখনো আলোচনা হয়নি। আমরা গোটা টুর্নামেন্ট নিয়ে মনোযোগী। কারণ, ফাইনালে খেলতে চাই এবং জিততে চাই।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ

সম্পর্কিত নিবন্ধ