লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
Published: 11th, February 2025 GMT
নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন ‘পদবঞ্চিত’ নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত বছরের ২৬ অক্টোবর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হয়েছিল। এরপর ৮ ফেব্রুয়ারি এই দুই কমিটির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়; কিন্তু এসব কমিটিতে ১৭ বছর ধরে মাঠে থেকে নির্যাতন সহ্য করে দলের জন্য যাঁরা কাজ করেছেন, তাঁরা স্থান পাননি। অন্যদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, স্বৈরাচারী জাতীয় পার্টির সক্রিয় কর্মী ও দোসররা দলে টাকা ও উপঢৌকন দিয়ে পদ পেয়েছেন।
এই পরিস্তিতিতে পদবঞ্চিত নেতা–কর্মীরা আজ দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার সিঅ্যান্ডবি চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে লোহাগড়া বাজার ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে সমবেত হয়। সেখানে কিছু সময়ের জন্য যশোর-কালনা মহাসড়কটি অবরোধ করে রাখেন তাঁরা। পরে যানজট সৃষ্টি হলে সড়কের এক পাশ ছেড়ে দেন তাঁরা।
সমাবেশে নবগঠিত উপজেলা বিএনপির সহসভাপতি সাচ্চু মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, সদ্য সাবেক জেলা কৃষক দলের সদস্যসচিব ইনামুল হক চন্দন, লোহাগড়া উপজেলা কৃষক দলের সদস্যসচিব মেজবাহ উদ্দিন পারভেজ, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসানসহ অনেকে বক্তব্য দেন।
ছাত্রদল নেতা তাইবুল হাসান বলেন, টাকার বিনিময়ে ভোট কিনে পৌর ও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আর পদে বসেই দুটি পূর্ণাঙ্গ কমিটি দিয়েছেন। কমিটিতে অযোগ্য, অদক্ষ ও আওয়ামী লীগের মদদপুষ্ট লোকদের স্থান দেওয়া হয়েছে।
বিএনপি নেতা সাচ্চু মিয়া বলেন, ‘দীর্ঘ ১৭ বছর যাঁরা আন্দোলন–সংগ্রামে ছিলেন, তাঁরা কমিটিতে স্থান পাননি। আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে আঁতাত করে সুযোগ-সুবিধা নিয়েছেন এবং মাশরাফিকে ফুল দিয়ে বরণ করা থেকে শুরু করে অবৈধ জাতীয় নির্বাচনে তাঁর পক্ষে প্রচার চালানো সুবিধাবাদী লোকগুলোকে বিএনপির নবগঠিত কমিটিতে আনা হয়েছে। অনতিবিলম্বে লোহাগড়া পৌর ও উপজেলা কমিটি বাতিল করে নতুন কমিটি দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
বিক্ষোভকারীদের সব অভিযোগ অস্বীকার করেছেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো.
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বলেন, নেতা-কর্মীদের মতামতের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। অনেক নেতা–কর্মী স্বজনপ্রীতির মাধ্যমে নাম দিয়েছিলেন, কিন্তু মাঠের নেতা–কর্মীদের স্থান দিতে তাঁদের সে নামগুলোকে কমিটিতে রাখা হয়নি।
মশিয়ার রহমান আরও বলেন, ‘কমিটি ঘোষণার পর আমি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলাম, কমিটি নিয়ে কোনো সমস্যা মনে হলে প্রমাণ সাপেক্ষে আলোচনা ও যুক্তিতর্কের সুযোগ আছে। কিন্তু তাঁরা কেউ আসেনি। নিজেদের দুর্বলতা ঢাকতে স্থানীয় রাজনীতির ষড়যন্ত্র হিসেবে তাঁরা আলোচনায় না বসে রাস্তায় মিছিল করছেন। এটা দল করা নয়, দলকে প্রশ্নবিদ্ধ করা। আর বিক্ষোভে যাঁরা ছিলেন, তাঁদের অনেকেই আওয়ামী লীগের সহযোগী ছিলেন।’
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বলেন, সবার মতামতের ভিত্তিতে উপজেলা বিএনপির কমিটি করা হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প র ব এনপ র স ও প র ব এনপ র কম ট ত আওয় ম উপজ ল
এছাড়াও পড়ুন:
ফারহান-কেয়ার প্রেমের ‘বাজি’
ছোট পর্দার ব্যস্ত তারকা জুটি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। অনেক নাটক-টেলিফিল্মে একসঙ্গে দেখা গেছে তাদের। ঈদ উপলক্ষে ফের জুটি বাঁধলেন এই তারকা যুগল।
তৌফিকুল ইসলাম নির্মাণ করেছেন একক নাটক ‘বাজি’। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। এ নাটকে দেখা যাবে কেয়া-মুশফিককে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার নাটকে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন মীর রাব্বি।
‘বাজি’ নাটকের গল্প সাজানো হয়েছে মফস্বলের এক বাজিকরকে ঘিরে। যার নাম জালাল। যে সব বাজিতেই জেতে। যদিও একবার এক মুরগী ধরার বাজিতে গিয়ে ধরে ফেলে একই গ্রামের সুন্দরী শিক্ষার্থী আনিকার পা! বাজিকরের জীবনে আসে নতুন গল্প।
আরো পড়ুন:
মোশাররফ করিমকে নিয়ে আর এইচ সোহেলের ধারাবাহিক
স্পর্শিয়ার প্রেমে দুই ভাই!
নির্মাতা জানান, পুরো নাটকের গল্পই আবর্তিত হয়েছে বাজি ও বাজিকরের জীবন নিয়ে। এরমধ্যে অন্যতম অনুষঙ্গ আবার প্রেম। টিভি দর্শকরা এমন থ্রিলার জনরার গল্প সচরাচর নাটকে দেখতে পান না বলেও মনে করেন এই পরিচালক।
‘বাজি’ নাটকের প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উৎসবে ‘বাজি’সহ প্রায় ২০টি কনটেন্ট দর্শকদের জন্য নির্মাণ করা হয়েছে। সব কটি ধারাবাহিকভাবে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
ঢাকা/শান্ত