ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে গট্টি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি মো. আতাউর রহমান। 

গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান লাভলু লক্ষনদিয়া গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন:

অপারেশন ‘ডেভিল হান্ট’, ঝিনাইদহে গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৪০

ওসি আতাউর রহমান বলেন, ‍“দ্রুত বিচার আইনের মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হামিদুর রহমান লাভলু চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।”

ঢাকা/তামিম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র রহম ন

এছাড়াও পড়ুন:

মিরপুর সমাজসেবা অফিসে ‘তারুণ্যের উৎসব’ উদযাপিত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ ঢাকার মিরপুর সমাজসেবা অফিসে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার মিরপুরের সমাজসেবা অফিসের উদ্যোগে মিরপুরের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ উৎসবের আয়োজন করা হয়।

তারুণ্যের উৎসব উদযাপনে আলোচ্য অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল- কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সুবিধাভোগী তরুণ-তরুণীদের উদ্যোক্তা তৈরিতে জব ফেয়ারের আয়োজন, পরিষ্কার পরিচ্ছন্নতা জোরদার, ভালো উদ্যোক্তা তৈরির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুস ছালাম, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়-৮, মিরপুর, ঢাকা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী মো. শেখ ফরহাদ, রোকসানা পারভীন দিপু, সুবোধ বর্মন প্রমুখ। 

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন মোছা. ফৌজিয়া সুলতানা, সহকারী সমাজসেবা অফিসার; মোহাম্মদ জাকির হোসেন আখন্দ, ফিল্ড সুপারভাইজার; হারুন অর রশিদ- ডাটা এন্ট্রি অপারেটর; মোত্তালেব হোসেন, কম্পিউটার প্রশিক্ষক; প্রভাস চন্দ্র বিশ্বাস, পৌর সমাজকর্মী; মো. শহিদুল হক, পৌর সমাজকর্মী ও আরো  অনেকে। 

সম্পর্কিত নিবন্ধ