অমর একুশে বইমেলায় সব্যসাচী নামের একটি স্টলে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে সংগঠিত ঘটনা তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ তদন্ত কমিটি গঠনের কথা জানায় বাংলা একাডেমি।

কমিটিতে বাংলা একাডেমির পরিচালক ড. মোহাম্মদ হারুন রশিদকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনিস্টিটিউটের অধ্যাপক ড.

মো. রবিউল ইসলাম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালিদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ রোমেল, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি আবুল বাশার ফিরোজ শেখ, শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। কমিটির সদস্য সচিব করা হয়েছে বাংলা একাডেমির প্রেস ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমকে।

আরো পড়ুন:

তসলিমা নাসরীনের বই নিয়ে বইমেলায় হট্টগোল

বৃত্তের বাইরের ভাবনায় বইমেলা 

তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে এ ঘটনা সংক্রান্ত ব্যাপারে বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর লিখিত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

গত ১০ ফেব্রুয়ারি বইমেলায় সব্যসাচী নামের একটি স্টলে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। প্রকাশনীর স্টলটিতে একদল যুবক হামলা চালায় বলে অভিযোগ উঠে। এ ঘটনার পর মেলার ১২৮ নম্বর স্টলটি বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। 

ঢাকা/রায়হান/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব ল এক ড ম বইম ল বইম ল য় এক ড ম তদন ত সদস য

এছাড়াও পড়ুন:

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে একমত নন পেসার নাসিম শাহ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে তাহলে একমত নন দেশটির পেসার নাসিম শাহ।

লাহোরে গত শুক্রবার গাদ্দাফি স্টেডিয়াম সংস্কার শেষে নতুন করে ‘উদ্বোধন’ করেন শেহবাজ। সেখানে সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান ক্রিকেট দলের আসল কাজটা কী হবে, ‘আসল কাজটা শুধু চ্যাম্পিয়নস ট্রফি জয়ই নয়, আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে দুবাইয়ের ম্যাচে হারাতেও হবে।’

আরও পড়ুনফেসবুক, এক্স, ইনস্টাগ্রামে বেশি ঘাঁটাঘাঁটি না করতে খুশদিলদের পরামর্শ আফ্রিদির৫ ঘণ্টা আগে

কিন্তু নাসিম এভাবে ভাবছেন না। চ্যাম্পিয়ন হতে গোটা টুর্নামেন্ট নিয়েই মনোযোগী ২১ বছর বয়সী পেসার। আলাদা করে শুধু ভারতের বিপক্ষে ম্যাচটিতে মনোযোগ দিতে চান না তিনি। করাচিতে গতকাল ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে পাকিস্তান দলের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন নাসিম।

আট দলের এই টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। আয়োজক দেশ পাকিস্তানের পাশাপাশি দুবাইয়েও কিছু ম্যাচ হবে। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে উত্তাপ ছড়ানো ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান। নাসিম জানিয়েছেন, এই ম্যাচ নিয়ে ড্রেসিংরুমে পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে এখনো কোনো আলোচনা হয়নি। শুনুন তাঁর মুখেই, ‘ভারতের বিপক্ষে আমরা কী করব আর কী করব না, এসব নিয়ে এখনো আলোচনা হয়নি। আমরা গোটা টুর্নামেন্ট নিয়ে মনোযোগী। কারণ, ফাইনালে খেলতে চাই এবং জিততে চাই।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ

সম্পর্কিত নিবন্ধ