ট্রাকের ধাক্কায় সড়কে পড়েছিলেন প্রতিবন্ধী নারী, ঘটনাস্থলেই মৃত্যু
Published: 11th, February 2025 GMT
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবীবপুর গ্রামের কোম্পানীগঞ্জ-দুধমুখা সড়কের মোল্লা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ তাৎক্ষণিক নিহত নারীর পরিচয় জানাতে পারেনি। পরে নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী ভবঘুরে ছিলেন। আজ সকালে কোম্পানীগঞ্জ-দুধমুখা সড়কের মোল্লা বাড়ির সামনে একটি বেপরোয়া গতির ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সড়কে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানতে চাইলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন। প্রথম আলোকে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে। তবে নারীর নাম পরিচয় জানা যায়নি। পরে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নাগরিক অধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: ধর্ম উপদেষ্টা
দেশের প্রতিটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেছেন, “বাগানে নানা বর্ণে সুভাসিত ফুল যেমন বাগানে সৌন্দর্য বৃদ্ধি করে, একটি দেশে বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। দেশের প্রতিটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। রাজনৈতিক অধিকার, মত প্রকাশের অধিকার, নিজ নিজ ধর্ম পালনসহ সব মানবিক অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।”
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বহুধর্মীয় সংলাপবিষয়ক আন্তর্জাতিক কর্মশালা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অন মাল্টিফেইথ ডায়লগের (আইডব্লিওএমডি ২০২৫) সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিআইআইটির মহাপরিচালক অধ্যাপক ড. এম আবদুল আজিজ।
অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, মাল্টি ফেইথ নেইবারস নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা ড. বব রবার্টস জুনিয়র, ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকার (আইএসএনএ) চেয়ারম্যান ইমাম মোহাম্মদ মাজিদ, আইআরএফ সেক্রেটারিয়েট এর প্রেসিডেন্ট নাদিন মায়েনজা, ইনস্টিটিউট অব গ্লোবাল এনগেজমেন্ট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেমস চেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ, গ্লোবাল মুসলিম অ্যাফেয়ার্সের জ্যেষ্ঠ উপদেষ্টা সাইয়েদ মুক্তাদির প্রমুখ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) কর্মশালাটির উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
ঢাকা/সৌরভ/মেহেদী