রাজধানীর মিরপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে রিপন আহম্মেদ রিংকু (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মিরপুর ২ নম্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রিপন আহম্মেদ ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের সহযোগী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি যুবলীগের অস্ত্রধারী সন্ত্রাসী।

রিপন আহম্মেদ ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের সঙ্গে থাকতেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য বল গ

এছাড়াও পড়ুন:

নতুন আইটেম গানে প্রশংসিত তামান্না কত টাকা নিলেন?

দক্ষিণী সিনেমার নায়িকাদের মধ্যে তামান্না খুব ভালো একজন নৃত্যশিল্পী। অনেক সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে প্রশংসাও কুড়িয়েছেন। গত বছর ‘আজ কি রাত’ গানে নেচে হইচই ফেলে দেন। ফের আইটেম কন্যা রূপে হাজির হলেন এই ‘মিল্কি বিউটি’।  

অজয় দেবগনকে নিয়ে পরিচালক রাজ কুমার গুপ্তা নির্মাণ করছেন ‘রেইড টু’। এ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তামান্না। কয়েক দিন আগে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘নাশা’ শিরোনামের গানটি। এতে কণ্ঠ দিয়েছেন— জেসমিন স্যান্ডলাস, সচেত ট্যান্ডন, দিব্যা কুমার, সুমন্ত মুখার্জি।

মুক্তির তিন দিনে গানটির ভিউ দাঁড়িয়েছে ১ কোটি ৭৪ লাখের বেশি। প্রশংসা করছেন নেটিজেনরা। একজন লেখেছেন, “তামুকে (তামান্না) দেখতে হীরার মতো লাগছে।” আলী হামজা লেখেন, “তামান্না যেন আগুন।” সুদীপ লেখেন, “আমার মনে হয়, তামান্নার এই গান রেকর্ড ভাঙবে।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে নেট দুনিয়ায়।

তামান্নার নতুন গানের খবর প্রকাশ্যে আসার পর দারুণ আগ্রহ দেখা যায় ভক্ত-অনুরাগীদের মধ্যে। সে প্রত্যাশা অনেকটাই পূরণ করেছেন এই অভিনেত্রী। কিন্তু গানটিতে নাচতে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তামান্না?

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, ‘আজ কি রাত’ গানে নেচে তুমুল প্রশংসা কুড়ান তামান্না। এ গানের জন্য ১ কোটি রুপি (১ কোটি ৪১ লাখ টাকা) পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। ‘নাশা’ গানের জন্যও একই পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী।
     
‘রেইড টু’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করছেন বাণী কাপুর। প্রথম পার্টে তার বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রুজ। ‘রেইড’ সিনেমায় আরো অভিনয় করছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ।

তা ছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিংয়ের অভিনয়ের কথা রয়েছে। আগামী ১ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ