কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জিপিএর ওপর ৩০ নম্বর কমিয়ে ১২০ নম্বরের ভিত্তিতে পরীক্ষার্থীদের মেধাতালিকা তৈরির কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ক্ষেত্রে পরীক্ষা হবে ১০০ নম্বরের এবং বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর। আগে এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ২০ নম্বরের কথা বলা হয়েছিল। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ভর্তি–ইচ্ছুকদের এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত (চতুর্থ বিষয়সহ) জিপিএ-কে ২ দিয়ে গুণ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-কে ২ দিয়ে গুণ করে ২০ নম্বর নির্ধারিত হবে। ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। দুটি যোগ করে ১২০ নম্বরের ওপর মেধা স্কোর নির্ণয় করে ক্রমানুসারে মেধাতালিকা তৈরি করা হবে। গতকাল বিকেলে উপাচার্য মো.

হায়দার আলীর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় উপস্থিত সব সদস্যের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হায়দার আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রথমে জিপিএর নম্বরটা বেশি রেখেছিলাম। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে ৫০ নম্বর কোনো শিক্ষার্থী শুধু জিপিএ থেকে পেয়ে গেলে ভর্তি পরীক্ষার নম্বরের তেমন একটা প্রভাব থাকছে না। যার ভিত্তিতে আমরা কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় আলোচনা করি এবং অন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে মিল রেখে আমাদের জিপিএর নম্বরটি কমিয়েছি।’

আরও পড়ুনকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৫০ নম্বরে নয়, ১২০-এ, নম্বর বণ্টন কীভাবে৫ ঘণ্টা আগে

এর আগে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে ১৫০ নম্বরের ওপর মেধা স্কোর নির্ণয় করে তার ক্রমানুসারে মেধাতালিকা তৈরি হবে উল্লেখ করা হয়েছিল। পরবর্তী সময়ে ৫ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার আবেদনে জিপিএর ওপর নম্বর কমানো ও পোষ্য কোটা সংস্কারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

আরও পড়ুনশিক্ষা বিষয়ে ডিগ্রিধারীদের শিক্ষক নিয়োগ দিতে ‘প্রি সার্ভিস একাডেমিক প্রোগ্রাম’ চালুর সুপারিশ৪ ঘণ্টা আগে

২ ফেব্রুয়ারি ভর্তির আবেদন শুরু হয়েছে, যা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত (দিন–রাত যেকোনো সময়, এমনকি বন্ধের দিনেও)। আবেদনের যাবতীয় নিয়মাবলি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। আগামী ১৯ এপ্রিল সি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় ও এ ইউনিটের বেলা তিনটায় এবং ২৫ এপ্রিল বিকেল চারটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনকানাডার অটোয়া ইউনিভার্সিটির বৃত্তি, স্নাতকোত্তরে বছরে ৭৫০০ ও পিএইচডিতে ৯০০০ ডলার১০ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ য় প রথম র ওপর

এছাড়াও পড়ুন:

এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলা, ৩ শিক্ষককে অব্যাহতি

জামালপুরের ইসলামপুর উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) গণিত পরীক্ষা চলাকালে উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজ পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিক্ষকদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেন।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- উপজেলার কুলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নুরুল ইসলাম, এড. নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল আলিম এবং একই স্কুলের শিক্ষক সুলতান মাহমুদ।

আরো পড়ুন:

আমিরাতে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে ৮০ জন

বাড়িতে বাবার লাশ রেখে দাখিল পরীক্ষা দিল ছেলে

ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, “পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব অবহেলা করায় তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা দেখাদেখি করছিল। শিক্ষকরা শিক্ষার্থীদের বাঁধা না দেওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।”

ঢাকা/শোভন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • এসএসসির পরীক্ষা হলে বই ও মোবাইলফোন, ৯ শিক্ষককে অব্যাহতি
  • এসএসসির পরীক্ষা হলে বই ও মোবাইলফোন, ৯ শিক্ষকে অব্যাহতি
  • দ্বিতীয় দিনের পরীক্ষায় ১৮ পরিদর্শক ও ৮৩ পরীক্ষার্থী বহিষ্কৃত
  • পরীক্ষার শুরুর ২০ মিনিটের মধ্যে প্রশ্নফাঁসের অভিযোগ
  • পরীক্ষার শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে ইংরেজি ১ম পত্রের প্রশ্ন
  • শেরপুরে এসএসসি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রদল
  • নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ
  • ঝালকাঠিতে ৬ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, ৯ শিক্ষককে অব্যাহতি
  • এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলা, ৩ শিক্ষককে অব্যাহতি
  • এসএসসি পরীক্ষার্থীদের পাশে থাকতে ছাত্রদলের জরুরি নির্দেশনা