আমেরিকান হেভি মেটাল ব্যান্ড ‘মোটলি ক্রু’র প্রধান গায়ক ভিন্স নিলের ব্যক্তিগত প্লেনটি দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) অ্যারিজোনার স্কটসডেলে এটি ঘটে। এতে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন নিলের প্রেমিকা রেইন হান্নাসহ বেশ কয়েকজন। দ্য হলিউড রিপোর্টারের বরাতে জানা যায়, তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ব্যান্ডটির পক্ষ থেকে এক্স অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে বলা হয়েছে, ‘সোমবার দুপুর ২টা ৩৯ মিনিটে ভিন্স নিলের মালিকানাধীন লিয়ারজেট মডেল ৩৫-এ স্কটসডেল বিমানবন্দরে অবতরণ করার চেষ্টা করছিল। তবে অজানা কারণে, প্লেনটি রানওয়ে থেকে সরে গিয়ে একটি পার্ক করা প্লেনের সঙ্গে সংঘর্ষ ঘটায়।’

এতে আরও বলা হয়েছে, ‘ভিন্স নিলের প্লেনে দুজন পাইলট এবং দুজন যাত্রী ছিলেন। ভিন্স নিজে প্লেনে ছিলেন না। প্লেনটি দুর্ঘটনার পর ভিন্সের প্রেমিকা রেইনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। তদন্ত চলছে।’

স্কটসডেল বিমানবন্দরের একজন প্রতিনিধি অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে জানান যে, পার্ক করা প্লেনটি ছিল একটি গালফস্ট্রিম ২০০ জেট। লিয়ারজেটের ল্যান্ডিং গিয়ার হয়তো ফেল করেছিল, যা দুর্ঘটনাটির কারণ হতে পারে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

ফের র‌্যাম্পে রুনার ঝলক, নজর কাড়লেন ১০ ছবিতে

মঞ্চ কিংবা টেলিভিশন, ওটিটি কিংবা সিনেমা- সবখানেই এখন সরব অভিনেত্রী রুনা খান। তবে এসবের বাইরেও তিনি একজন মডেল। যার ঝলক মাঝেমাঝেই দেখা যায়।

এবার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশান টেকনোলজি কনভোকেশন ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে পাওয়া গেলো তাঁকে। ছবি: ফেসবুক

শো শেষে অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের প্রসংসা করতে বাদ দিলেন না রুরা খান। বলেন, ‘মৌ আপু এক সময় আমার স্বপ্ন ছিলো। এখন তিনি আমার কাছে স্বপ্নের চেয়েও সুন্দর। পৃথিবীতে যত রকমের অনুভুতি আছে তার মধ্যে ভালোবাসা-স্নেহের অনুভুতি সবচাইতে তীব্র। মৌ আপুর স্নেহের হাত গত ১৮ বছর ধরে আমার মাথার উপরে আছে। সেই মাথায় তোমার হাতটাও সবসময় রেখো।’ ছবি: ফেসবুক

অভিনয় বা মডেলিং, দু’টিই তার কাছে সমান গুরুত্বপূর্ণ এবং দু’টিকে আলাদাভাবে দেখেন না তিনি। ছবি: ফেসবুক

রুনা খান বলেন, ‘তরুণদের সাথে কাজ করা ভীষণ আনন্দ আর উত্তেজনার’। ছবি: ফেসবুক


১৯৮৩ সালের ১১ জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুরে জন্মগ্রহণ করেন রুনা খান। শৈশব কাটে টাঙ্গাইলের সখিপুর শহরে। ছবি: ফেসবুক

২০০২ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ে কর্মী হিসেবে যোগ দেন।  ছবি: ফেসবুক

২০০৫ সালে জনপ্রিয় শিশুতোষ ধারাবাহিক ১২৩ সিসিমপুর এর মধ্যদিয়ে তার পেশাগত অভিনয় জীবনের শুরু। ছবি: ফেসবুক

২০১৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাম গোত্রহীন মঞ্চনাটকের মঞ্চায়নে তিনি অপি করিমের স্থলাভিষিক্ত হন। ছবি: ফেসবুক

২০১৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ চলচ্চিত্রে জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করেন তিনি। এই চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। ছবি: ফেসবুক

সম্প্রতি ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) প্রিমিয়ার হয়েছে রুনা খানের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নীলপদ্ম’। এখানে তিনি একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন। ছবি: ফেসবুক

সম্পর্কিত নিবন্ধ

  • বগুড়ায় স্কুলছাত্র ফাহিম হত্যার ২৪ ঘণ্টা না পেরোতেই আদালতে একজনের স্বীকারোক্তি
  • টাঙ্গাইলে আ. লীগের ২১ নেতাকর্মী গ্রেপ্তার
  • সাবিনাদের চাপে রাখতেই কি বাকিদের সঙ্গে চুক্তি বাফুফের
  • বিজ্ঞানচর্চায় বাংলাদেশে নারীদের অংশগ্রহণ ও চ্যালেঞ্জ
  • যুক্তরাষ্ট্রে ফের উড়োজাহাজ দুর্ঘটনা, নিহত ১
  • টিসিবির ট্রাকে পণ্যের চেয়ে গ্রাহক বেশি
  • পেকুয়ায় পাইলিং ভেঙে নির্মাণশ্রমিকের মৃত্যু
  • মোহাম্মদপুরের ১১ বছরের মেয়েটিকে নিয়ে সংবাদ প্রকাশে সংবেদনশীলতার অভাব ছিল: ইউনিসেফের প্রতিনিধি
  • ফের র‌্যাম্পে রুনার ঝলক, নজর কাড়লেন ১০ ছবিতে