বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
Published: 11th, February 2025 GMT
নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ভাটোপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোহেল রানা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গত ১৬ ডিসেম্বর মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত সোমবার রাতে সোহেল রানাকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় আইনগত প্রক্রিয়া চলছে।
গত ১৭ ডিসেম্বর রাত ১টার দিকে জয়ন্তিপুর এলাকায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় ওই বাড়ি থেকে পিস্তলের দুই রাউন্ড তাজা গুলি ও ৭ রাউন্ড খালি খোসা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আব্দুর রশিদ চৌধুরী বাগাতিপাড়া থানায় মামলা করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ছ ত রদল ন ত গ র প ত র ব এনপ
এছাড়াও পড়ুন:
মিরপুর সমাজসেবা অফিসে ‘তারুণ্যের উৎসব’ উদযাপিত
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ ঢাকার মিরপুর সমাজসেবা অফিসে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার মিরপুরের সমাজসেবা অফিসের উদ্যোগে মিরপুরের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ উৎসবের আয়োজন করা হয়।
তারুণ্যের উৎসব উদযাপনে আলোচ্য অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল- কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সুবিধাভোগী তরুণ-তরুণীদের উদ্যোক্তা তৈরিতে জব ফেয়ারের আয়োজন, পরিষ্কার পরিচ্ছন্নতা জোরদার, ভালো উদ্যোক্তা তৈরির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুস ছালাম, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়-৮, মিরপুর, ঢাকা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী মো. শেখ ফরহাদ, রোকসানা পারভীন দিপু, সুবোধ বর্মন প্রমুখ।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন মোছা. ফৌজিয়া সুলতানা, সহকারী সমাজসেবা অফিসার; মোহাম্মদ জাকির হোসেন আখন্দ, ফিল্ড সুপারভাইজার; হারুন অর রশিদ- ডাটা এন্ট্রি অপারেটর; মোত্তালেব হোসেন, কম্পিউটার প্রশিক্ষক; প্রভাস চন্দ্র বিশ্বাস, পৌর সমাজকর্মী; মো. শহিদুল হক, পৌর সমাজকর্মী ও আরো অনেকে।