ছবি: প্রথম আলো

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চুয়াডাঙ্গায় দাঁড়ানো ট্রাক্টরে ধাক্কা, মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পুরোনো বাস্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণেরা হলেন পুরোনো বাস্তপুর গ্রামের আমিনুল ইসলামে ছেলে নাহিদ হোসেন (১৯) ও একই গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সুইট হোসেন (২৫)। থানায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করে দামুড়হুদা মডেল থানায় নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দামুড়হুদা মডেল থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে একটি মোটরসাইকেলযোগে নাহিদ ও সুইট বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই দুজনই নিহত হন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • কুষ্টিয়ায় বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে স্বামীকে প্রশ্ন করায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • সাঈদ খোকন ও তাঁর স্বজনদের নামে থাকা ৭৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • চুয়াডাঙ্গায় দাঁড়ানো ট্রাক্টরে ধাক্কা, মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু