খুলনায় যুব মহিলা লীগ ও মোটর শ্রমিক নেতা গ্রেপ্তার
Published: 11th, February 2025 GMT
খুলনা মহানগরের ২৫ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কাজী ফৌজিয়া আহম্মেদ নুপুর ও মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জাহিদ হোসেন খানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো.
গ্রেপ্তার ফৌজিয়া আহম্মেদ খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ২৫ নম্বর ওয়ার্ডের আল আমিন মহল্লার কেএম রাশেদ আহম্মেদের স্ত্রী। জাহিদ হোসেন খান (৫০) সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ১৮ নম্বর ওয়ার্ড ছাত্তার বিশ্বাস সড়কের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে।
আরো পড়ুন:
পূর্ব শক্রতার জেরে যুবদল নেতাকে ‘অপহরণ করে মারধর’
রাজশাহীতে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পুলিশ জানায়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে মঙ্গলবার ভোর ৪টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকার নিজ বাসা থেকে ফৌজিয়া আহম্মেদ নুপুরকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা রয়েছে।
অপরদিকে, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকা থেকে মো. জাহিদ হোসেন খানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধেও খুলনা সদর থানার মামলা রয়েছে। এছাড়া তিনি বিগত সরকারের আমলে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিয়তায় বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হঠাৎ লরি ঢুকল গাড়ির শোরুমে, প্রাণ গেল যুবকের
রাজধানীর বারিধারার নতুন বাজার এলাকায় তেলবাহী একটি লরি ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে গাড়ির শোরুমে। এ সময় লরির ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের এ ঘটনায় কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভাটারা থানার এএসআই আশরাফুল ইসলাম বলেন, তেলবাহী লরিটি বিমানবন্দর এলাকায় তেল খালাস করে বাড্ডার দিকে ফিরছিল। দুপুরে নতুন বাজারের প্রগতি সরণিতে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুরোনো গাড়ির শোরুমে ঢুকে যায়। এ সময় সেখানে এক যুবক গুরুতর আহত হন। পথচারী রাজু আহামেদ তাঁকে উদ্ধার করে স্থানীয় উপশম হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল পৌনে ৫টায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার থেকে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় দায়ী লরিটি জব্দ এবং চালক ইব্রাহিমকে আটক করা হয়েছে।