তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর প্রশাসকের দায়িত্বে থাকা মো. আনোয়ার হোসেনের মেয়াদ আরও চার মাস বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে আগামী ১৬ জুন পর্যন্ত প্রশাসকের দায়িত্বে থাকছেন তিনি।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ গত সপ্তাহে বিজিএমইএর প্রশাসকের মেয়াদ বৃদ্ধিসংক্রান্ত অফিস আদেশ দিয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ২০ অক্টোবর চার মাসের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো.

আনোয়ার হোসেনকে প্রশাসক পদে নিয়োগ দেয়।

প্রশাসকের মেয়াদ বৃদ্ধিসংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সংগঠনের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলেও অনাকাঙ্ক্ষিত বিভিন্ন কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কার্যক্রম শুরু ও সম্পন্ন করা সম্ভব হচ্ছে না, এমনটা জানিয়ে প্রশাসক মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। সেই পরিপ্রেক্ষিতে দুই শর্তে প্রশাসকের মেয়াদ চার মাস বাড়িয়েছে মন্ত্রণালয়।

শর্ত দুটি হচ্ছে—সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুসরণ করে বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচন করতে হবে। এ ছাড়া বর্ধিত মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

বিজিএমইএর নির্বাচনকেন্দ্রিক দুই জোট সম্মিলিত পরিষদ ও ফোরাম। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সংগঠনটির সভাপতিসহ পর্ষদের অন্য সদস্যদের পদত্যাগের দাবি তোলেন ফোরাম নেতারা। ৭ আগস্ট পর্ষদের ওপর অনাস্থা জানিয়ে ভারপ্রাপ্ত সভাপতিকে স্মারকলিপি দেন তাঁরা। ওই দিন সম্মিলিত পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের হট্টগোল হয়। গত বছরের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে সংগঠনটির পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে ১৯ আগস্ট বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালককে চিঠি দেন ফোরাম নেতারা। এভাবে আড়াই মাসের টানাপোড়েন শেষে পর্ষদ ভেঙে ২০ অক্টোবর প্রশাসক বসায় বাণিজ্য মন্ত্রণালয়।

বিজিএমইএর পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা আনুষ্ঠানিকভাবে বলেছে, ২৪ আগস্ট এস এম মান্নান সভাপতির পদ থেকে পদত্যাগ করার পর পর্ষদ পুনর্গঠন করা হলেও সেটি ছিল ত্রুটিপূর্ণ। এ ছাড়া তৈরি পোশাকশিল্পের সাম্প্রতিক অস্থিরতা ও শ্রমিক অসন্তোষ নিরসনে পর্ষদ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। মূলত এসব অভিযোগে পর্ষদ ভেঙে ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে প্রশাসক নিয়োগ করে মন্ত্রণালয়।

গত ১৫ বছরে একবার ছাড়া সব মেয়াদেই সম্মিলিত পরিষদ সংগঠনটির নেতৃত্ব দিয়েছে। সম্মিলিত পরিষদের নেতৃত্বে ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ও শফিউল ইসলাম মহিউদ্দিন এবং আ.লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান। প্রভাবশালী এই জোট গত বছরের মার্চের নির্বাচনে সব কটি পদে বিজয়ী হয়। সভাপতি নির্বাচিত হন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান। যদিও ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর তাঁকে আর দেখা যায়নি। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাও হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স গঠন আগস ট

এছাড়াও পড়ুন:

ডিএসইতে পিই রেশিও কমেছে ১.৫৪ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৩ থেকে ১৭ এপ্রিল) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশি কমেছে ১.৫৪ শতাংশ।

শনিবার (১৭ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৫৮ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.১৫ পয়েন্ট বা ১.৫৪ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের (৬ থেকে ১০ এপ্রিল) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭৪ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৭৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০১ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমেছে।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৫.৯৯ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.০৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৭৬ পয়েন্ট, টেক্সটাইল খাতে ৯.৭৭ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১০.৫২ পয়েন্টে, আর্থিক খাতে ১০.৬৫ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.১২ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১২.৭৪ পয়েন্টে, মিউচুয়াল ফান্ড খাতে ১৩.০৩ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৩.১০ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.০৯ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৫.০৬ পয়েন্টে, আইটি খাতে ১৬.৪২ পয়েন্টে, বিবিধ খাতে ১৮.৩৪ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ১৮.৯৪ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ২৬.৩৭ পয়েন্ট, পাট খাতে ২৬.৬০ পয়েন্টে, ট্যানারি খাতে ৩৯.৩৪ পয়েন্টে এবং সিরামিক খাতে ১০৮ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা

সম্পর্কিত নিবন্ধ