বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ছিলেন নেইমার জুনিয়র। কিন্তু ইনজুরি জর্জরিত ব্রাজিলিয়ান তারকা আল হিলালে খেলার পর্যায়েও নেই। আল হিলাল তার থেকে যেটা চায় সেটা দেওয়ার সামর্থ্য নেইমারের নেই বলে মন্তব্য করেছেন ক্লাবটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্তেভে কালজাদা। 

নেইমার সম্প্রতি আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করেছেন। তিনি শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন। চুক্তি বাতিল করা দুই পক্ষের জন্যই লাভের হয়েছে বলেও মন্তব্য করেছেন আল হিলাল নির্বাহী। 

কালজাদা সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি খুবই দুঃখিত যে, নেইমারকে আমরা দলে নিয়মিত রাখতেই পারিনি। সে আল হিলালে এসেই ইনজুরিতে পড়ে। তার চলে যাওয়া প্রমাণ করে যে, আল হিলাল এমন কাউকে চাচ্ছিল যার শীর্ষ পর্যায়ের মান ধরে রেখে খেলার সামর্থ্য আছে।’

নেইমার আল হিলালে যোগ দেওয়ায় সৌদি প্রো লিগের এবং ক্লাবের মার্কেটিং হয়েছে বলে মন্তব্য করেছেন কালজাদা। তবে খেলোয়াড়ের মূল কাজ খেলা বলেও উল্লেখ করেন তিনি, ‘ক্লাবের অসাধারণ মার্কেটিং হয়েছে, এটা সত্য। তবে তার আসল কাজটাই তো ফুটবল খেলা। শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্তে আসলাম যে, প্রত্যাশা পূরণের পর্যায়ে সে আর নেই।’ 

নেইমার ফর্মের তুঙ্গে থেকে বার্সেলোনা ছাড়েন। ২০১৭ সালে পিএসজি যোগ দেন তিনি। এরপর থেকেই ইনজুরির সঙ্গে লড়ছেন এই তারকা। আল হিলালে দেড় মৌসুমের প্রায় পুরোটা সময় ইনজুরিতে ছিলেন তিনি। সান্তোসে যোগ দিয়ে এরই মধ্যে ব্রাজিলিয়ান তারকা দুই ম্যাচ খেলেছেন। তবে সেখানেও ‘নেইমার সুবাস’ মেলেনি এখেনো। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল দলবদল আল হ ল ল কর ছ ন ইনজ র

এছাড়াও পড়ুন:

হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে: ইসরায়েলের মন্ত্রী

ফিলিস্তিনের গাজাকে ‘নরকে’ পরিণত করা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতি সমর্থন জানিয়েছেন ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি। তিনি বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে।

গাজায় বর্তমানে যুদ্ধবিরতি চলছে। এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে জিম্মি মুক্তি স্থগিত করেছে হামাস। এরপর হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, আগামী শনিবারের মধ্যে হামাস শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি না দিলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করবেন তিনি। এরপর গাজায় ‘নারকীয়’ পরিস্থিতি দেখা দেবে।

আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শ্লোমো কারহি লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে বলেছেন, জবাবটা সেভাবেই দিতে হবে। মানবিক সহায়তা পুরোপুরি বন্ধ করে দিতে হবে; পানি, বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে এবং জিম্মিরা ফেরত না আসা পর্যন্ত পাশবিক ও চরম শক্তি খাটাতে হবে।’

ইসরায়েলের এই মন্ত্রী এক্সে আরও লেখেন, ‘হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে। এবার আমাদের বীর যোদ্ধাদের ওপর কোনো বিধিনিষেধ দেওয়া হবে না।’

আরও পড়ুনট্রাম্পের বিদ্বেষপূর্ণ বক্তব্যে কি গাজায় যুদ্ধবিরতি চুক্তি ঝুঁকিতে পড়ে যাচ্ছে২ ঘণ্টা আগে

গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরুর পর এখন পর্যন্ত ১৬ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। যুদ্ধবিরতির প্রথম ধাপে মোট ৩৩ জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। শনিবার আরও তিন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে গতকাল জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা দেয় হামাস।

যুদ্ধবিরতির আগে গাজায় ১৫ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘাত চলেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজায় ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ। অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছেন ১ হাজার ১৩৯ জন।

আরও পড়ুনজিম্মি মুক্তির জন্য হামাসকে আলটিমেটাম, নইলে যুদ্ধবিরতি বাতিলের হুমকি ট্রাম্পের১০ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ