চাঁদা দাবি, জামায়াত নেতা বহিষ্কার
Published: 11th, February 2025 GMT
নানা কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে জেলা জামায়াতের রুকন জাকির হোসেনের বিরুদ্ধে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম. আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাকির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, গত রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে জাকিরের তিন লাখ টাকার চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
আরো পড়ুন:
বাস পোড়ানোর অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
খুলনার বিএনপি নেতা শামীম বহিষ্কার
জাকিরের বিরুদ্ধে অভিযোগ করে ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইউনুছ রুবেল বলেন, “গত ১৪ আগস্ট রাতে আমার এক বন্ধু কুমিল্লা থেকে এসে ফেনীর একটি হোটেলে রাত্রীযাপনের জন্য ওঠেন। সেদিন মধ্যরাতে জাকির আকস্মিক হোটেলে গিয়ে তার কাছ থেকে মোবাইল, নগদ অর্থ, মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেন। এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।”
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জামায়াত নেতা জাকির হোসেন বলেন, “একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এসব কিছুর সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। আপনি হয় তো ভুল শুনেছেন। আমি এই ধরনের কিছু কখনো শুনিনি বা জানিওনা।”
জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান বলেন, “তার (জাকির) বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়েই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”
ঢাকা/সাহাব/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হঠাৎ লরি ঢুকল গাড়ির শোরুমে, প্রাণ গেল যুবকের
রাজধানীর বারিধারার নতুন বাজার এলাকায় তেলবাহী একটি লরি ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে গাড়ির শোরুমে। এ সময় লরির ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের এ ঘটনায় কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভাটারা থানার এএসআই আশরাফুল ইসলাম বলেন, তেলবাহী লরিটি বিমানবন্দর এলাকায় তেল খালাস করে বাড্ডার দিকে ফিরছিল। দুপুরে নতুন বাজারের প্রগতি সরণিতে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুরোনো গাড়ির শোরুমে ঢুকে যায়। এ সময় সেখানে এক যুবক গুরুতর আহত হন। পথচারী রাজু আহামেদ তাঁকে উদ্ধার করে স্থানীয় উপশম হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল পৌনে ৫টায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার থেকে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় দায়ী লরিটি জব্দ এবং চালক ইব্রাহিমকে আটক করা হয়েছে।