Samakal:
2025-02-11@17:08:24 GMT

এক থানার ১৩ পুলিশ প্রত্যাহার 

Published: 11th, February 2025 GMT

এক থানার ১৩ পুলিশ প্রত্যাহার 

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে দুজন উপপরিদর্শক (এসআই), দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ৯ কনস্টেবল রয়েছেন। পাথরবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগ আজ মঙ্গলবার তাদের থানার কার্যক্রম থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। 

তবে গতকাল সোমবার সিলেটে অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাসেলুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম (ক্রাইম অ্যান্ড অবস) সাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের প্রত্যাহার করা হয়। 

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন, ও কিপেস চন্দ্র রায়।

সম্প্রতি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি, রেলওয়ের বাঙ্কার এলাকা ও শারফিন টিলা এলাকা থেকে পাথর লুটে পুলিশ একাধিক অভিযান চালায় ও মামলা করে। গত কয়েকদিন ধরে শারফিন টিলা এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা পাথর ট্রাকে করে নেওয়ার সময় চাঁদা আদায়ের অভিযোগ উঠে পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। বিষয়টি পুলিশ সুপার মাহবুবুর রহমানের নজরে আসলে তাদেরকে ক্লোজ করা হয়। মঙ্গলবার থানা থেকে তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে হয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এসআই পদে সুপারিশ পাওয়া প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

বাংলাদেশ পুলিশে এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এসব প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সবার স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে চিকিৎসার ইতিবৃত্ত ফরম পূরণ করে পরীক্ষার্থীর স্বাক্ষরসংবলিত দুই কপি নিয়ে উপস্থিত হতে হবে। প্রার্থীদের অবশ্যই খালি পেটে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে।

আরও পড়ুনজাতীয় রাজস্ব বোর্ডে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৪৫ ঘণ্টা আগেআরও পড়ুনশেখ পরিবারের নাম ১১ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাদ৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • কোম্পানীগঞ্জ থানা থেকে ১৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার
  • রাজশাহীতে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • এসআই পদে সুপারিশ পাওয়া প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
  • মেলার উদ্বোধন শেষে বই কিনে এসপিকে উপহার দিলেন জেলা প্রশাসক
  • দোষী পুলিশের সাজা দেখার অপেক্ষায় মায়ের ১১ বছর
  • ময়মনসিংহে ট্রাকচাপায় পুলিশ নিহত
  • দুদকের জালে বাংলাদেশ ব্যাংকের ৩৫ কর্মকর্তা
  • মুক্তাগাছায় ট্রাকচাপায় এএসআই নিহত
  • চাকরি ফিরে পাচ্ছেন ‘চাকরিচ্যুত’ দেড় হাজার পুলিশ সদস্য