সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ এবং মার্জিন রুলস, ১৯৯৯ এর যুগোপযোগী করার বিষয়ে সুপারিশ করেছে শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স।

শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের খসড়া সুপারিশে এ সুপারিশ করা হয়েছে বলে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি জানায়, শেয়ারবাজারের উন্নয়ন ও বাজারের সুশাসন নিশ্চিতে টাস্কফোর্স কমিশনের কাছে দুটি বিষয়ে খসড়া সুপারিশ পেশ করা হয়েছে।

মূলত শেয়ারবাজারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ দুটি বিষয় তথা: সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ এবং মার্জিন রুলস, ১৯৯৯ এর যুগোপযোগী করার বিষয়ে খসড়া সুপারিশ দিয়েছেন টাস্কফোর্স।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু.

মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর ও কমিশনার ফারজানা লালারুখের উপস্থিতিতে এ সুপারিশ কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স।

সুপারিশ হস্তান্তরের সময় টাস্কফোর্সের সদস্য- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে এ এম মাজেদুর রহমান, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোংয়ের সিনিয়ল অংশীদার এ এফ এম নেসার উদ্দীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন উপস্থিত ছিলেন।

এসময় শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশের মাধ্যমে দেশের শেয়ারবাজারের সংস্কারের প্রক্রিয়া অধিকতর গতিশীল রূপ পাবে বলে সবাই একমত হন।

শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স মোট ১৭টি কার্যপরিধি বা মূল দায়িত্ব নিয়ে কাজ করছে। কার্যপরিধির আলোকে আগামীতে শেয়ারবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও ইস্যুতে শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের আরও সুপারিশ আসবে এবং সুপারিশ কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের শেয়ারবাজারের টেকসই উন্নয়ন ও সংস্কার নিশ্চিত হবে বলে এসময় আশাবাদ ব্যক্ত করা হয়।

শেয়ারবাজারের সংস্কার ও উন্নয়নে টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়নে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সর্বোপরি, পর্যালোচনা ও পরিকল্পনা সাপেক্ষে দেশের শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে ও কল্যাণ বিবেচনায় রেখেই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রমের মাধ্যমে শেয়ারবাজারের সংস্কার সাধনে কার্যকর উদ্যোগ নিতে হবে- বলে জানিয়েছে বিএসইসি।

গত বছরের ৭ অক্টোবর শেয়ারবাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং শেয়ারবাজারে আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি বিশেষ শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স গঠন করে বিএসইসি।

পরে টাস্কফোর্সের পরামর্শে এবং তাদের কাজের সহযোগিতার জন্য শেয়ারবাজারের সঙ্গে সম্পৃক্ত ও অভিজ্ঞদের সমন্বয়ে ‘শেয়ারবাজার সংস্কার ফোকাস গ্রুপ’ গঠন করা হয়।

বিএসইসি গঠিত ‘শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স’ ও ‘শেয়ারবাজার সংস্কার ফোকাস গ্রুপ’ শেয়ারবাজারের সুশাসন উন্নত করা, অভ্যন্তরীণ সুশাসন শক্তিশালী করা এবং আন্তর্জাতিক মানে তালিকাভুক্ত কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাসহ সর্বোপরি দেশের শেয়ারবাজারের টেকসই সংস্কার ও উন্নয়নের জন্য কাজ করছে।

এএ

উৎস: SunBD 24

কীওয়ার্ড: ব এসইস

এছাড়াও পড়ুন:

থানায় গিয়ে পুলিশ পেটানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

নরসিংদীর শিবপুরে থানায় গিয়ে পুলিশ পেটানোর অভিযোগে আটক হয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা।

সোমবার রাত ১০টার দিকে শিবপুর থানার ভেতরে এ ঘটনা ঘটে।

আটক স্বেচ্ছাসেবক দলের নেতার নাম আবিদ হাছান জজ মিয়া। তিনি শিবপুর উপজেলার পুবের গাঁও এলাকার মজি মিয়ার ছেলে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবপুর থানা সূত্রে জানা যায়, শিবপুর উপজেলার জয়নগর ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেপ্তা‌র করে পুলিশ। এ খবর পেয়ে রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যান শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাছান জজ মিয়া।

থানায় উপস্থিত হয়েই তিনি হাজত খানায় নাদিমের সঙ্গে দেখা করতে যেতে চান। এসময় কর্তব্যরত পুলিশ কনস্টেবল সবুজ মিয়া তাকে বাধা দেন। পরে জজ মিয়া ক্ষিপ্ত হয়ে সবুজ মিয়াকে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মারতে থাকেন। উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত হাজত খানার সামনে থেকে সবুজ মিয়াকে উদ্ধার করেন। এসময় পুলিশের সদস্যরা এ ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আরো উত্তেজিত হয়ে পড়েন। 

এক পর্যায়ে জজ মিয়া বলেন, এ থানায় চাকরি করলে তাকে চিনতে হবে। তার কথা শুনতে হবে। তা না হলে এখানে চাকরি করা যাবে না। 

নাদিম সরকারকে ছেড়ে দেওয়ার জন্যও হুমকি দেন জজ মিয়া। পরে পুলিশ তাকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক জজ মিয়া একজন পেশাদার সন্ত্রাসী। হত্যা ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে এই নেতার বিরুদ্ধে।

শিবপুর থানার ওসি আফজাল হোসেন বলেন, থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ার ফলে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন আহত কনস্টেবল সবুজ মিয়া।

সম্পর্কিত নিবন্ধ

  • আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২
  • শেয়ারবাজারে ১০ লাখ টাকার কম বিনিয়োগে ঋণ বন্ধের সুপারিশ
  • পুঁজিবাজারের ছয় প্রতিবেদন জমা, দোষীরা মোড়কবন্দি
  • পুঁজিবাজারের ছয় প্রতিবেদন জমা, দোষীদের মোড়কবন্দি
  • বেক্সিমকোর সুকুকসহ ৬ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা
  • মিউচুয়াল ফান্ড-মার্জিন রুলস নিয়ে পুঁজিবাজার টাস্কফোর্সের সুপারিশ
  • বিএসইসিকে ২ বিষয়ে সুপারিশ দিল পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স
  • থানায় গিয়ে পুলিশ পেটানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক
  • অর্থবছরের প্রথমার্থে কঠিন সময় পার করেছে পুঁজিবাজার