প্রকাশ পেতে যাচ্ছে ভিন্নধারার বাংলা রক অ্যান্ড রোল ব্যান্ড ‘দ্য রোভার’–এর প্রথম অ্যালবাম ‘সমধর্মিতা’। আজ মঙ্গলবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংগীতসন্ধ্যার মধ্য দিয়ে অ্যালবামটি প্রকাশ করা হবে। যেখানে দ্য রোভারের পাশাপাশি গাইবেন আহমেদ হাসান সানি, শুভ্র, লিসান, মুয়ীয মাহফুজ প্রমুখ।

আরও পড়ুনসানি শিল্পেও আছেন, আন্দোলনেও আছেন১০ সেপ্টেম্বর ২০২৪

‘সমধর্মিতা’য় রয়েছে ৭টি গান। সাইকেডেলিক সাউন্ড, ইন্ডিয়ান ক্ল্যাসিক্যাল রিদম, বাউলিয়ানা লিরিক ও রক অ্যান্ড রোল এনার্জির এক অনবদ্য মিশ্রণ আছে এই গানগুলোয়। অ্যালবামটি ইতিমধ্যে ইউটিউব ও স্পটিফাইতে রিলিজ করা হয়েছে। অ্যালবামের মূল বিষয়বস্তু নিজেকে সত্যিকার অর্থে খুঁজে পাওয়া, নিজের সঙ্গে কথা বলা ও নিজেকে জানা। আর আত্ম-অন্বেষণের এই যাত্রায় দ্য রোভার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে ইস্টার্ন ক্ল্যাসিক্যাল মিউজিক ও রক অ্যান্ড রোলকে।

আরও পড়ুনগারো গান: মায়ের ভাষায় গান করেন অন্টু রিছিল২১ ফেব্রুয়ারি ২০২৪

‘দ্য রোভার’–এর যাত্রা শুরু হয় ২০১৭ সালে। কালের পরিক্রমায় এখন এটি একটি ট্রিও ব্যান্ড, অর্থাৎ ব্যান্ডের সদস্যা সংখ্যা তিন। গিটার আর ভোকালে আছেন রাতুল, বেজ ও ভোকালে আছেন জাফরী, এবং ড্রামসে আছেন তুনান।

দ্য রোভারের কম্পোজিশনে ষাট দশকের রক অ্যান্ড রোল, হিপি মিউজিক আর ইস্টার্ন ক্ল্যাসিক্যাল মিউজিকের প্রভাব থাকলেও, তাদের লিরিকে স্পষ্টতই ফুটে ওঠে বাংলার চিরায়ত বাউলিয়ানার প্রভাব। সমগ্র প্রাণ ও প্রকৃতির সঙ্গে একাত্মতা, আত্মানুসন্ধানের তাগিদ, সাম্যের চেতনা—এসবই দ্য রোভারের গানের মূল উপজীব্য।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেপ্তার 

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টুকে (৪৩) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সামনের একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়।

কাউখালী থানা পুলিশের সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৬ নভেম্বর উপজেলার শিয়ালকাঠি চিড়াপাড়ার বেকুটিয়া ব্রিজ সংলগ্ন নতুন বাজার এলাকায় বিএনপির একটি কর্মসূচির পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কিছু কর্মী বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

ডিবি পুলিশ ওই মামলার তদন্তের অংশ হিসেবে লাইকুজ্জামান মিন্টুকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার  দেখায় এবং রাতেই তাকে কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৪ সালের নভেম্বর মাসে বিএনপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কাউখালী থানায় একটি মামলা হয়। উক্ত মামলার তদন্তের ভিত্তিতে ডিবি পুলিশ সন্দেহভাজন হিসেবে লাইকুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে এবং পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘বুমরাকে ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি রোনালদোবিহীন বিশ্বকাপের মতো’
  • হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপংকর কারাগারে
  • জুলাই অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বুধবার
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: প্রবেশপত্র ডাউনলোডের সূচি প্রকাশ
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৫০ নম্বরে নয়, ১২০-এ, নম্বর বণ্টন কীভাবে
  • রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • সার্টিফিকেশন বোর্ড কী করছে
  • ভারতে আগের বছরের তুলনায় ২০২৪ সালে সংখ্যালঘুবিদ্বেষী বক্তব্য বেড়েছে ৭৪ শতাংশ
  • কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেপ্তার