সাইবার ট্রাইব্যুনাল বর্জনের ঘোষণা আইনজীবীদের
Published: 11th, February 2025 GMT
তিন দিন আন্দোলনের পর এবার অনির্দিষ্টকালের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ তথ্য জানিয়ে ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, “আইনজীবী সমিতির সাবেক, বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকসহ সবাইকে নিয়ে সিদ্ধান্ত হয়েছে, সাইবার ট্রাইব্যুনালের বিচারক এজলাসে বসে আইনজীবীদের সম্পর্কে কটূক্তি ও অশালীন আচরণ করে। বহু আইনজীবীর সাথে এমন দুর্ব্যবহার, খারাপ আচরণ ও অসৌজন্যমূলক আচরণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা আইনজীবী সমিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, বুধবার থেকে এই আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জন করা হয়েছে।”
জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টায় আদালতে আসেন বিচারক নূরে আলম। পরে সকাল সাড়ে ১০টার দিকে একজন আইনজীবী এসে বলেন ‘আদালত যেন আজ না বসেন।' আইনজীবী এসে বলে যাওয়ার পর এদিন বিচারক আর এজলাসে উঠেননি।
ঘটনার সূত্রপাত ৬ ফেব্রুয়ারি। এক আসামির জামিন নামঞ্জুর করায় উপস্থিত আসামিপক্ষের আইনজীবীরা বিচারককে উদ্দেশ্য করে ক্ষোভ ঝাড়েন। এ সময় বিচারক এজলাস ত্যাগ করে খাস কামড়ায় চলে যান।
এরপর রবিবার আইনজীবীরা বিচারকের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। আন্দোলনের মুখে ওইদিন এজলাসে ওঠেননি বিচারক। সেদিন বিচারক নূরে আলম আদালতে আসলেও বিচার কাজ অনুষ্ঠিত হয়নি। পরদিন সোমবার সকাল ১১টা ১৫ মিনিটে এজলাসে উঠেন বিচারক। এ সময় আদালত চত্বরে নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। কয়েকজন আইনজীবী নিয়মিত মামলার শুনানি করেন। এরই মাঝে ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান দীপুর নেতৃত্বে বিএনপিপন্থি আইনজীবীরা বিচারকাজ পরিচালনায় বাধা দেন। তারা বিচারককে উদ্দেশ্য করে বলেন, আপনি কি পুলিশ দিয়ে কোর্ট চালাবেন? আপনার প্রতি অনাস্থা জানিয়েছি। আপনি চলে যান। হট্টগোলের এক পর্যায়ে বেলা ১২টার দিকে এজলাস ত্যাগ করেন বিচারক।পরে আর এজলাসে ওঠেননি বিচারক। এরপর আজ মঙ্গলবার আদালত বর্জনের ঘোষণা এল।
ঢাকা/মামুন/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আইনজ ব র এজল স
এছাড়াও পড়ুন:
রোহিত-কোহলিদের ভারতকে তিন দিনেই হারাত তাঁর দল, দাবি রানাতুঙ্গার
টেস্টে ভারতের সময়টা ভালো যাচ্ছে না। গত অক্টোবরে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ তে সিরিজ হার। যেটি ছিল ঘরের মাঠে এই সংস্করণে এক যুগ পর ভারতের সিরিজ হার। এরপর ভারত হেরেছে অস্ট্রেলিয়ার মাটিতেও (৩-১)।
তাতে টানা দুইবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ভারত এবার ফাইনালের আগেই বাদ। বাজে সময় কাটানো ভারতের এই টেস্ট দলকে কথা দিয়েই উড়িয়ে দিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়কের দাবি, ভারতের বর্তমান টেস্ট দল তাঁর দলের কাছে হেরে যেত তিন দিনেই।
রানাতুঙ্গা বলেছেন ভারতকে তিন দিনের মধ্যে হারানোর মূল কারিগর হতেন দুই বোলার—চামিন্ডা ভাস ও মুত্তিয়া মুরালিধরন। দ্য টেলিগ্রাফকে রানাতুঙ্গা বলেন এদের সামনে বিরাট কোহলিরা মুখ থুবড়ে পড়ত, ‘চামিন্ডা ভাস ও মুত্তিয়া মুরালিধরনের মতো বোলার থাকলে আমার দল এই ভারতকে তিন দিনে হারাত।’
মূল সমস্যাটা আসলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। বোর্ডের ব্যবস্থাপনা কমিটি দুর্নীতিবাজ, সেটাই সব সমস্যার মূলশ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গারানাতুঙ্গার নেতৃত্বে ১৯৯৬ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। যদিও সেই শ্রীলঙ্কার এখন আর তেমন দাপট নেই। রানাতুঙ্গা, অরবিন্দ ডি সিলভাদের ব্যাটিং দেখার জন্য একসময় মানুষ টিভির সামনে বসত। এরপর মাহেলা জয়াবর্ধনে আর কুমার সাঙ্গাকারা মাতিয়েছেন মাঠ। আর এখন শ্রীলঙ্কার ব্যাটিং বিভাগ রসকষহীন!
আরও পড়ুনগ্রুপ পর্বে শরফুদ্দৌলার দুই ম্যাচ ও বাংলাদেশের ম্যাচে আম্পায়ার কারা২ ঘণ্টা আগেসম্প্রতি অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে ২-০ তে সিরিজ হেরেছে তারা। রানাতুঙ্গা অবশ্য মনে করেন, এখনো প্রতিভার ঘাটতি নেই শ্রীলঙ্কায়।
অর্জুনা রানাতুঙ্গা