হারিসের জায়গায় পাকিস্তান দলে ‘বিপিএলের আবিষ্কার’ আকিফ
Published: 11th, February 2025 GMT
পাকিস্তানের ডানহাতি পেসার হারিস রউফ ইনজুরিতে পড়েছেন। তার জায়গায় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে ডাক পাচ্ছেন ২৪ বছর বয়সী বাঁ-হাতি পেসার আকিফ জাভেদ। এমনকি পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও থাকতে পারেন এই পেসার।
আকিফ এবার রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতিয়েছেন। বিপিএলের যৌথভাবে দ্বিতীয় সর্বাধিক ২০ উইকেট নেন তিনি। ইকোনমি ছিল ৭ রানের নিচে। বিপিএলে এলিমিনেটরে রংপুর রাইডার্সের যাত্রা শেষ হয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে রংপুরের কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, এবারের বিপিএলের আবিষ্কার আকিফ জাভেদ। আশা করছি দ্রুতই সে পাকিস্তানের জাতীয় দলে ডাক পাবে। আশরাফুলের কথা মতোই পাকিস্তান দলে ঢুকছেন আকিফ।
বাঁ-হাতি এই পেসার ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারেন। বাউন্সের সঙ্গে দুই দিকেই বল সুইং করাতে পারেন। তার বোলিং স্টাইল খুবই আকর্ষণীয়। আকিফ প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৫২ উইকেট নিয়েছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩০ ম্যাচে ৩৩ ও টি-২০ ফরম্যাটে ৬৮ ম্যাচে ৮৪ উইকেট নিয়েছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও কার্তুজ উদ্ধার
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকার পাহাড় থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে- কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধার নেতৃত্বে সঙ্গীয় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে স্থানীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি এলজি (বন্দুক) ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে এবং পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।