মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাধিক পদে জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ ক্যাটাগরির পদে পঞ্চম থেকে ২০তম গ্রেডে ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

এই শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম গ্রেডে রেজিস্ট্রার অফিসে ১ জন উপরেজিস্ট্রার ও হিসাব অফিসে (অডিট সেল) ১ জন উপপরিচালক (অডিট) নিয়োগ দেওয়া হবে। এই গ্রেডের বেতন স্কেল ৪৩,০০০–৬৯,৮৫০ টাকা।

সপ্তম গ্রেডে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস অফিসে ১ জন সহকারী পরিচালক (পউও) এবং কেন্দ্রীয় গ্রন্থাগারে ১ জন সহকারী গ্রন্থাগারিক নিয়োগ দেওয়া হবে। এই গ্রেডের বেতন স্কেল ২৯,০০০-৬৩,৪১০ টাকা।

রিসার্চ সেন্টারে নবম গ্রেডে ১ জন রিসার্চ অফিসার নিয়োগ দেওয়া হবে। এই গ্রেডের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

দশম গ্রেডে কেন্দ্রীয় গ্রন্থাগারে ১ জন ক্যাটালগার, রেজিস্ট্রার অফিসে ১ জন সেকশন অফিসার ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে (নারী অগ্রাধিকার) ১ জন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এই গ্রেডের বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

আরও পড়ুনবিআইসিএমে চাকরি, মূল বেতন পৌনে ২ লাখ, আছে সার্বক্ষণিক গাড়ি৫ ঘণ্টা আগে

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৩তম গ্রেডে ১ জন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা), ১৬তম গ্রেডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ১ জন ও শেখ রাসেল হলে ১ জন অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, ইংরেজি বিভাগে ১ জন ও হিসাববিজ্ঞান বিভাগে ১ জন সেমিনার গ্রন্থাগার সহকারী (বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা) নিয়োগ দেওয়া হবে।

১৭তম গ্রেডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ জন ও শেখ রাসেল হলে ১ জন ইলেকট্রিশিয়ান (বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা); ১৯তম গ্রেডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ জন লিফট অপারেটর (বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা) নিয়োগ দেওয়া হবে।

২০তম গ্রেডে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন অফিস সহায়ক; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ১ জন ও আলেমা খাতুন ভাসানী হলে ২ জন সহকারী বাবুর্চি; শেখ রাসেল হলে ৩ জন টেবিল বয়, ২ জন সিক বয়; পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস অফিসে ১ জন অফিস অ্যাটেনডেন্ট; রেজিস্ট্রার অফিসে ১ জন ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে ১ জন ক্লিনার নিয়োগ দেওয়া হবে। এই গ্রেডের বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা)

আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, পদ ১৫২০১ ফেব্রুয়ারি ২০২৫

আগ্রহী প্রার্থীদের পদগুলোর যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ এবং আবেদনপত্রের নির্ধারিত ফরম ব্যক্তিগতভাবে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অথবা ১০ টাকার অব্যবহৃত ডাকটিকিটসহ নিজ ঠিকানাসংবলিত খাম পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে অফিস চলাকালে সংগ্রহ করা যাবে। প্রতিটি পদের জন্য আট সেট দরখাস্ত পৌঁছাতে হবে। যারা ইতিপূর্বে এসব পদে আবেদন করেছেন, তাঁদের আর আবেদন করার প্রয়োজন নেই।

আরও পড়ুনপ্রাণিসম্পদ অধিদপ্তরে পুন:নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ৬৩৮১০ ফেব্রুয়ারি ২০২৫

‘ভাইস চ্যান্সেলর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২’–এর অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ওপর আবেদন ফি বাবদ সোনালী ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে পঞ্চম থেকে ১০ম গ্রেডের পদের জন ৮০০ টাকা এবং ১৩ থেকে ২০তম গ্রেডের প্রতিটি পদের এবং অফিস/বিভাগ/হলের জন্য আলাদা আলাদাভাবে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: ৫ মার্চ ২০২৫।

আরও পড়ুনজাতীয় রাজস্ব বোর্ডে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৪১০ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জ স ট র র অফ স ম জ ব হল ১ জন স ১ জন ও সহক র

এছাড়াও পড়ুন:

চলতি ডিসেম্বরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতে হবে: পানিসম্পদ উপদেষ্টা

২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতে হবে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ২০১৬ সালে চীনের সঙ্গে কী চুক্তি হয়েছিল তা জানে না তিস্তাপারের মানুষ। চীন তখন ওই পরিকল্পনা স্থায়ী হবে না বলে জানালেও এখন তারা দুই বছর সময় চেয়েছে। আমরা সময় দেবো, তবে শর্ত রয়েছে মহাপরিকল্পনায় নদীপারের মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়ে ঠিক করতে হবে এবং তা ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই হতে হবে। 

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেলসেতু এলাকায় আয়োজিত তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভারত বাঁধ খুলে দেওয়ার কয়েক ঘণ্টা আগে জানালে আমরা মানুষদের সরিয়ে নিতে পারি, তাতে জানমালের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। আমাদের মন্ত্রণালয় থেকে ভারতকে এ বিষয়ে বারবার বলছি, আবারও বলবো। তিস্তায় ৪৫ কিলোমিটার এলাকা ভাঙনপ্রবণ। আমাদের তো চুক্তি হতে কিংবা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেরি হচ্ছে। কিন্তু এই বছরে আবারও নদী ভাঙবে। এজন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এই ভাঙন এলাকা নিয়ে টেন্ডার করবে। সেইসঙ্গে তারা ডিজাইন চূড়ান্ত করবে। আগামী মার্চের মধ্যে কাজ শুরু হবে।

তিস্তাপারের মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, যখন অন্তবর্তীকালীন সরকার থাকবে না, তখন আমিও উপদেষ্টা থাকবো না। সেই সময় আমি আপনাদের কাতারে অতীতের মতো দাঁড়াবো এবং আওয়াজ তুলবো, যাতে এই সময়ের করা ভিত্তির উপর থেকে সেই সময়ের সরকার কাজ করতে পারে।

একই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিগত সরকার নতজানু পরাষ্ট্রনীতির কারণে তিস্তা সমস্যার কথা বলতে পারেনি ভারতের কাছে। মাথা উঁচু করে বর্তমান সরকার পানির ন্যায্য হিস্যা আদায় করবে। 

তিনি বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে একটি খসড়া নিয়ে বাংলাদেশ ২০১১ সাল থেকে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বিগত সময়ে ফ্যাসিবাদী সরকার ভারতকে অনেক দিয়েছে। কিন্তু কিছুই আদায় করতে পারেনি। এ সময় তিনি চরাঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তিতে হিমাগার স্থাপনসহ উত্তরে বিগত সময়ে বৈষম্যের বিষয়টি নজরে রেখে শিল্পায়নের বিকাশ ঘটানোর চেষ্টা করছে বর্তমান সরকার বলে জানান।

তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম তারিকুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী, নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আতিক মুজাহিদ, বিএনপি নেতা এমদাদুল হক ভরসা প্রমুখ।

এর আগে সকাল থেকে এই গণশুনানিতে অংশ নিতে রংপুরসহ লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামের তিস্তাপারের মানুষজন আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামে নদীপারের এই আয়োজনে। গণশুনানিতে অংশ নেওয়া মানুষজন বলেন, শুধু প্রতিশ্রুতি দিয়ে ঝুঁলিয়ে রাখা নয়, বরং বর্তমান সরকারের আমলেই এই মহাপরিকল্পনা বাস্তবায়ন চান তারা।

সম্পর্কিত নিবন্ধ

  • দুর্নীতির দায়ে শোহেলিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি
  • আন্তর্জাতিক সংস্থায় ঢাকার বাইরে চাকরি, সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৪ হাজার
  • ৬ গোল খাওয়া ব্রাজিল এখন আর্জেন্টিনার ওপরে 
  • ঢাকায় ডেনমার্ক দূতাবাসে চাকরি, বেতন ছাড়াও আছে পেনশন স্কিম
  • আজ টিভিতে যা দেখবেন (১১ ফেব্রুয়ারি ২০২৫)
  • তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • বিচার তাৎক্ষণিক করতে গেলে অবিচার হয়ে যায়: প্রধান উপদেষ্টা
  • হজে শিশু সঙ্গী নিষিদ্ধ করল সৌদি আরব
  • চলতি ডিসেম্বরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতে হবে: পানিসম্পদ উপদেষ্টা