সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

নারায়ণগঞ্জে জিনিয়াস ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শিল্পকলা একাডেমীতে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে এই বৃত্তি প্রধান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.

পেয়ার আহমেদ।

জিনিয়াস ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের ডিজিএম জাহিদুর রহমান, জিনিয়াস ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. আব্দুল মালেক, উপদেষ্টা অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও সাবেক পরিচালক আসাদুজ্জামান রাকিব সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ বৃত্তি পরীক্ষায় নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির প্রায় ৭ হাজার ৯০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪৬০ জন বৃত্তি লাভ করেন। বৃত্তি প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ছিলো উৎসবমুখর আমেজ।

এএ

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

ইতিহাসের এক আকড় গ্রন্থ  ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য’

ইতিহাসের দিকে মুখ ফিরিয়ে থাকা জাতি আমরা, বড় বেশি দৃষ্টি নিবদ্ধ রাখি তাৎক্ষণিকতায়, মাতামাতি চলে হালফিল ঘটনা নিয়ে। তদুপরি ইতিহাস বিবেচনায় উপর মহলের রাজনৈতিক দ্বন্দ্ব ও পালাবদল মনোযোগ কাড়ে বেশি, সমাজের রূপান্তর রয়ে যায় অগোচরে। অথচ ইতিহাস এক মহাগ্রন্থ, বহু অধ্যায়ে তা বিন্যস্ত, বহু বিষয় তার অন্তর্গত। সেই গভীরতা ও বিস্তার বুঝতে চাই বহুকৌনিক আলোক সম্পাত, বিশেষভাবে আলোকিত দিক সমুহে, যেমন রয়েছে প্রান্তিক জনগোষ্ঠী ও জনপদ। 


ইতিহাস অনুধাবনে আঞ্চলিক ইতিহাসের গুরুত্ব অপরিসীম। যে-কাজে আমরা বিশেষ পারঙ্গম হইনি। জাতির এ দৈন্য মোচনে একক ভাবে বড় দায়িত্ব সম্পাদন করলেন রফিউর রাব্বি, সংস্কৃতিকর্মী, সংগঠক, শিল্পী, লেখক ও নারায়ণগঞ্জের জনসমাজের প্রতিনিধি। যে-কাজ একদল ঐতিহাসিকের, বড় মাপের প্রকল্প ছাড়া সম্পাদনের কথা ভাবা যায় না, জনকাতারের সদাব্যস্ত এই ব্যক্তিত্ব আপন তাগিদ থেকে সেই গুরু দায়িত্ব পালন করলেন। ঢাকার সমীপবর্তী, শহর হিসেবে মধ্যযুগীয় ঢাকার চাইতেও প্রাচীন এ নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের সমৃদ্ধ অথচ অকীর্তিত ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ললিত-কলা, শিল্প-বাণিজ্য ইত্যাদি প্রোজ¦ল হয়ে ফুটে উঠেছে “নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য” গ্রন্থে। বাংলাদেশের ইতিহাস-চর্চায় বিশেষ অবদান রাখবে শ্রমসাধ্য নিষ্ঠাবান ব্যতিক্রমী এই আকড় গ্রন্থ।             


মফিদুল হক: লেখক, গবেষক, ট্রাষ্টি: মুক্তিযুদ্ধ জাদুঘর 
 

সম্পর্কিত নিবন্ধ

  • সেন্টু-স্বপনের পর দুলাল-নাছির সহ-সভাপতি হবেন : বদু
  • সদর উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
  • নারায়ণগঞ্জে বিএনপির সব পুরনো কমিটি ভেঙ্গে নতুন কমিটি করার নির্দেশ
  • বন্দরে ৪ আওয়ামীলীগ নেতাকর্মী গ্রেপ্তার 
  • ফতুল্লায় যুবদল নেতা হত্যায় আদালতে আসামির জবানবন্দি
  • নারায়ণগঞ্জের ৫টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর তালিকা কেন্দ্রে
  • নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৪০
  • শহীদ মিনারে ‘আমাদের স্বজন, আমাদের দায়িত্ব’ শীর্ষক পথ নাটক পরিবেশিত
  • ইতিহাসের এক আকড় গ্রন্থ  ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য’