মোদি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বুধবার
Published: 11th, February 2025 GMT
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার (১২ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।
দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর দেশটিতে এটিই তার প্রথম সফর।
সফরে মোদি বাণিজ্য ও অন্যান্য বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
আরো পড়ুন:
নতুন বাণিজ্য শুল্ক ঘোষণা করবেন ট্রাম্প
মার্কিন পেমেন্ট সিস্টেমে ইলন মাস্কের ডজের প্রবেশাধিকার স্থগিত
ওয়াশিংটন গন্তব্য হলেও, সরাসরি সেখানে যাচ্ছেন না মোদি। সোমবার তিনি ফ্রান্সে গেছেন। সেখানে মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠকে করবেন। যোগ দেবেন ‘এআই অ্যাকশন’ সামিটে।
এরপর বুধবার তিনি প্যারিস থেকে যাবেন ওয়াশিংটনে। সেখানে বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে বলে জানান।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিকেএসপি কাপ টেবিল টেনিসে রানার্সআপ যবিপ্রবি
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) খুলনা শাখা আয়োজিত বিকেএসপি কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ রানার্সআপ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) টিম।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় খুলনায় সিঙ্গেল ইভেন্টে ঢাকা বিকেএসপি বনাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। পাঁচ সেটের খেলায় ৩-২ ব্যাবধানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রার্নাসআপ হয়।
টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ যবিপ্রবি থেকে অংশগ্রহণকারী শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরুল কায়েস ইমন বলেন, “রানার্সআপ হতে পেরে ভালো লাগছে। তবে চ্যাম্পিয়ন হতে পারলে আরো ভালো লাগতো। আগামীতে চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ।”
টুর্নামেন্টে যবিপ্রবির কোচ ও ম্যানেজারের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. রাকিব রায়হান বলেন, “ফাইনাল ম্যাচটা অনেক প্রতিদ্বন্দ্বিতপূর্ণ ছিল। কিন্তু প্রতিপক্ষ দল স্বাগতিক হওয়ায় ওরা কিছুটা সুবিধা পেয়েছে।”
তিনি বলেন, “আমাদের ছেলে-মেয়েরা অনেক ভালো খেলেছে। এজন্য তাদের অভিনন্দন জানাই। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় থেকে যদি এ রকম আরও সুযোগ পায়, আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে ভালো করার চেষ্টা করব।”
ঢাকা/ইমদাদুল/মেহেদী