হাক্কানি পাল্পের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
Published: 11th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ গোলাম মোর্শেদ চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে কোম্পানির ১৪ লাখ ৬৬ হাজার ৬৬৬টি শেয়ারের মধ্যে থেকে ১ লাখ শেয়ার বিক্রয় করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বর্তমান বাজার মূল্যে শেয়ার বিক্রয় করবেন তিনি।
এসকেএস
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
হঠাৎ লরি ঢুকল গাড়ির শোরুমে, প্রাণ গেল যুবকের
রাজধানীর বারিধারার নতুন বাজার এলাকায় তেলবাহী একটি লরি ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে গাড়ির শোরুমে। এ সময় লরির ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের এ ঘটনায় কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভাটারা থানার এএসআই আশরাফুল ইসলাম বলেন, তেলবাহী লরিটি বিমানবন্দর এলাকায় তেল খালাস করে বাড্ডার দিকে ফিরছিল। দুপুরে নতুন বাজারের প্রগতি সরণিতে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুরোনো গাড়ির শোরুমে ঢুকে যায়। এ সময় সেখানে এক যুবক গুরুতর আহত হন। পথচারী রাজু আহামেদ তাঁকে উদ্ধার করে স্থানীয় উপশম হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল পৌনে ৫টায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার থেকে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় দায়ী লরিটি জব্দ এবং চালক ইব্রাহিমকে আটক করা হয়েছে।