বাংলাদেশ জাতীয় (পুরুষ) দলের সিনিয়র সহকারী কোচ করা হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। এবার জাতীয় নারী ক্রিকেট দলে দেশি কোচকে দায়িত্ব দেওয়া হলো। নিগার সুলতানা জ্যোতিদের হেড কোচের দায়িত্ব পেয়েছেন স্থানীয় অভিজ্ঞ কোচ সারওয়ার ইমরান।

এর আগে নারী দলের হেড কোচ ছিলেন শ্রীলঙ্কার হাসান তিলকারত্নে। তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ায় সারওয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টি নিয়ে এক সংবাদ মাধ্যমকে বলেছেন, সামনে বাংলাদেশ ক্রিকেটে আরও স্থানীয় কোচ দেখা যাবে।

ফারুক আহমেদ বলেন, ‘তিলকারত্নে চলে যাওয়ায় আমরা তার জায়গায় সারওয়ারকে হেড কোচের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বোর্ডে এসেই বলেছিলাম, জাতীয় দলের সেট আপে বেশি বেশি স্থানীয় কোচ নিয়োগ দিতে চাই। আমরা এর আগে সালাউদ্দিনকে দায়িত্ব দিয়েছি। সামনে আরও মুখ আসবে।’

সারওয়ার ইমরান বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ কোচদের একজন। ১৯৮৭ থেকে দশ বছর বিকেএসপির হেড কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের কোচ ছিলেন তিনি।

প্রায় এক দশক জাতীয় ক্রিকেট একাডেমির হেড কোচ ছিলেন সারওয়ার। লম্বা সময় জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। এশিয়ান গেমসে স্বর্ণ জয়ী দলের হেড কোচ ছিলেন তিনি। এছাড়া বিপিএল, ডিপিএলেও হেড কোচের ভূমিকায় দেখা গেছে তাকে।  

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স রওয় র

এছাড়াও পড়ুন:

এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায়..

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোমানা আফরোজ রিয়া (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরীক্ষা খারাপ হওয়ায় সে এ কাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পরিবার।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

রোমানা আফরোজ রিয়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকার আব্দুল রব এর মেয়ে ও গংগাহাট এমএস উচ্চ বিদ্যালয় থেকে এবারে  এসএসসি পরীক্ষা দিচ্ছিল।  

রিয়া’র পরিবার জানায়, বৃহস্পতিবার এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভালো না হওয়ায় রিয়ার মন খারাপ ছিল। পরীক্ষা দিয়ে বাড়িতে সারাক্ষণ মন খারাপ অবস্থায় ঘরের রুমে ছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে রুমের দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।  সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মা মেয়েকে ডাকতে গেলে দরজা বন্ধ পায়। পরে মেয়েকে আবারো  ডাকলে  কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে দেখতে পান মেয়ের নিথর দেহ ঝুলছে।

খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে ফুলবাড়ী থানার  পুলিশ  ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

এবিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/বাদশাহ/টিপু

সম্পর্কিত নিবন্ধ