SunBD 24:
2025-02-11@16:37:28 GMT

৮ কোম্পানির নগদ লভ্যাংশ প্রেরণ

Published: 11th, February 2025 GMT

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে। কোম্পানিগুলো হলো-কুইক সাউথ,  বীচ হ্যাচারি লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফু-ওয়াং সিরামিক, ড্রাগন সোয়েটার, কপারটেক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলো গত ৩০, জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

 

এসকেএস

.

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে মঞ্চস্থ গণঅভ্যুত্থানের নাটক দ্য ডার্ক ক্রিস্টাল

শিল্পকলা একাডেমির আয়োজনে ৬৪ জেলায় জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক প্রযোজনাকেন্দ্রিক নাট্য কর্মশালা ও মুনীর চৌধুরী নাট্যোৎসব বাস্তবায়ন হচ্ছে। এরই অংশ হিসেবে ফরিদপুরের কবি জসীম উদ্‌দীন হলে সোমবার সন্ধ্যায় মঞ্চস্থ হলো জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত নাটক ‘দ্য ডার্ক ক্রিস্টাল’। নাটকটি লিখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইরা আহমেদ। নির্দেশনা দিয়েছেন ইরা আহমেদ ও বিশ্বনাথ ভৌমিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই মঞ্চনাটকে জেলা সাংস্কৃতিক কর্মকর্তা সাইফুল হাসান মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির। 

জানা গেছে, নাট্য প্রযোজনার জন্য ফরিদপুর জেলার নিয়মিত নাট্যদলসহ কলেজ ও বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নাট্যচর্চায় যুক্ত অভিনেতা-অভিনেত্রীদের মধ্য থেকে অডিশনের মাধ্যমে বাছাইকৃত ১৪ জনকে নিয়ে গত ২৭ জানুয়ারি থেকে ১৫ দিনের এক কর্মশালা  হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারীদের নিয়েই সোমবার ‘দ্য ডার্ক ক্রিস্টাল’ মঞ্চস্থ হয়। কর্মশালায় প্রশিক্ষণ দেন সহকারী অধ্যাপক ইরা আহমেদ। সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্বনাথ ভৌমিক। 

জেলা শিল্পকলা একাডেমি ফরিদপুরের ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মশালায় স্থানীয় সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থীসহ বৈশাখী নাট্যগোষ্ঠী, বহুরূপী সাংস্কৃতিক সংস্থা, বিনোদন নাট্যদল, উড়ানী নাট্যদল, সঙ থিয়েটার ও বাংলা থিয়েটারের নাট্যকর্মীরা অংশগ্রহণ করেন। 

সম্পর্কিত নিবন্ধ