‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি
Published: 11th, February 2025 GMT
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের এই প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পীকে রাখা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালের আইসিইউতে। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই শিল্পী।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন প্রতিবেদনে লিখেছে, অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদ্রোগে আক্রান্ত হন প্রতুল মুখোপাধ্যায়। এরপর শারীরিক অবস্থায় দ্রুত অবনতি হতে থাকে। এর সঙ্গে তিনি আক্রান্ত হন নিউমোনিয়ায়। হঠাৎ জ্ঞান হারালে তাঁকে হাসপাতালের আইসিইউতে নেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে ইতিমধ্যে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।
প্রতুল মুখোপাধ্যায়।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমরা শিশুটির কাছে ক্ষমাপ্রার্থী ও লজ্জিত: ববি হক
মাগুরায় ধর্ষণ ও নিপীড়নের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছে। এ ঘটনায় জড়িত আসামিদের বিচারের দাবিতে উপযুক্ত শাস্তি চেয়ে বিক্ষোভ করেছেন সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনদের পাশাপাশি তারকারা ধর্ষণের ঘটনায় আসামিদের বিচারের দাবি জানিয়েছে।
প্রতিবাদ জানিয়ে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি সামজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘মাগুরায় নির্যাতিত শিশুটি আর নেই! আমরা বাকরূদ্ধ ও বিক্ষুব্ধ! আমরা শিশুটির কাছে ক্ষমাপ্রার্থী ও লজ্জিত!’
বিচার দাবি করে ববি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে ধর্ষক-খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’
শেষে তিনি লিখেছেন, ‘শিশু ধর্ষকদের ১ সেকেন্ড ও বেঁচে থাকার অধিকার নাই।’
প্রসঙ্গত, প্রসঙ্গত, আট বছরের শিশুটি ৫ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয়। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে শনিবার (৮ মার্চ) বিকেলে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। অবশেষে আজ মারা যায় সে।