স্কুটারে এড শিরানকে গ্রাম ঘুরে দেখালেন অরিজিৎ সিং
Published: 11th, February 2025 GMT
এড শিরান ও অরিজিৎ সিং। একজন ব্রিটিশ ও অন্যজন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী। তাঁরা যে একে অপরের ভক্ত, এ কথা অবশ্য অনেকেই জানেন। দু'জনে একসঙ্গে মঞ্চে পারফর্মও করেছেন আগে। কিন্তু এবারও তারা একসঙ্গে, কিন্তু একেবারেই ভিন্ন আঙ্গিকে। যা দেখে রীতিমতো শোরগোল পড়েছে ভক্তদের মাঝে।
এড শিরান ও অরিজিৎ সিংয়ের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। তার একটি ভিডিওতে দেখা যায়, বিকেলের দিকে গঙ্গা নদীতে নৌকা ভ্রমণ করছেন অরিজিৎ-এড শিরান। এ সময় দুই গায়ককে দেখতে নদীর পাড়ে ভিড় জমাতেও দেখা যায় অনুরাগীদের।
আরও একটি ভিডিওতে দেখা যায়, অরিজিতের তার শখের স্কুটারটি চালাচ্ছেন, আর তার পেছনে বসে আছেন এড শিরান। দুই শিল্পীকে এ সময় মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এলাকার বিভিন্ন রাস্তায় ঘুরতে দেখা যায়। তাদের সাবলীলতায় দেখে বোঝার উপায় নেই, স্কুটারে দুই জন কিংবদন্তী শিল্পী নাকি এলাকার সাধারণ দুই বন্ধু!
বেঙ্গালুরু কনসার্ট দিয়ে গত ৯ ফেব্রুয়ারি থেকে এড শিরানের ভারত সফর শুরু হয়েছে। এরপর তার আগামী কনসার্ট শিলংয়ে। সেই সুযোগেই বন্ধু অরিজিতের বাড়িতে বেড়াতে যান এড শিরান।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এক শর্তে ইয়ামালের সঙ্গে নাচবেন লেভা
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেন স্টাইকার রবার্ট লেভানডভস্কি। একটি করেন গোল করেন রাফিনিয়া ও লামিনে ইয়ামাল।
বার্সার জার্সিতে গোল করে নেচে উদযাপন করতে দেখা যায় ইয়ামালকে। তার নাচে সঙ্গ দেন জাতীয় দল ও ক্লাবের সতীর্থ অ্যালেক্সজান্দ্রে বার্লে। কিন্তু পাশে থাকা লেভাকে নাচে যোগ দিতে দেখা যায়নি।
বিষয়টি নিয়ে প্রশ্নের জবাবে ৩৬ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার এক শর্ত দিয়েছেন। ইয়ামালের বয়স তার অর্ধেকও হয়নি। লেভা তাই শর্ত দিয়েছেন, ইয়ামালের বয়স ১৮ বছর পূর্ণ হলে তার সঙ্গে নাচবেন তিনি।
প্রায় ১৯ বছরের ছোট ইয়ামালকে নিয়ে লেভানডভস্কি বলেন, ‘কারণ তার বয়স এখনো ১৮ হয়নি। আমরা তার ১৮ বছরের অপেক্ষায় আছি। এরপর একসঙ্গে নাচব, উদযাপন করবো। আমরা তাকে বলেছি- লামিনে আমাদের উচিত তোমার বয়স ১৮ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। এরপর কোথায় একসঙ্গে নাচব আমরা।’
লামিনে ইয়ামালের অবশ্য বয়স ১৮ হতে খুব বেশি দেরি নেই। চলতি বছরের ১৩ জুলাই ১৮ বছর পূর্ণ করবেন বাঁ-পায়ের এই ফুটবলার। তার আগেই অবশ্য তার সামনে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে জয়ের সুযোগ। এরই মধ্যে তিনি জাতীয় দলের হয়ে ইউরো এবং বার্সার হয়ে সুপার কাপ জিতেছেন।
চলতি মৌসুমে লা লিগায় লেভা, রাফিনিয়া ও ইয়ামালের জুটি জমে উঠেছে। তারা মৌসুমে ৮২ গোল করেছেন। চলতি মৌসুমে সব শিরোপা জয়ের ভালো সম্ভাবনা আছে বার্সা। লিগ টেবিলে শীর্ষে আছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছে। রিয়ালের বিপক্ষে খেলবে কোপা দেল রে’র ফাইনাল।