কদিন আগেই ৪০তম জন্মদিন উদ্‌যাপন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যে বয়সে বেশির ভাগ ফুটবলার বুটজোড়া তুলে রেখে অবসর সময় কাটান, সে বয়সে আরও গোল করবেন বলে কোমর বেঁধে প্রস্তুত হচ্ছেন পর্তুগিজ মহাতারকা। ৪০ পেরোনোর পর এরই মধ্যে অবশ্য গোল করা শুরুও করে দিয়েছেন রোনালদো।

ক্যারিয়ারের হাজারতম গোলকে পাখির চোখ করা রোনালদো এরই মধ্যে পৌঁছে গেছেন ৯২৫–এ। অর্থাৎ ম্যাজিক সংখ্যা থেকে আর ৭৫ গোল দূরে দাঁড়িয়ে তিনি। ৪০ পেরোনো রোনালদোর জন্য ৭৫ গোল করা সহজ নয়। তবে ‘সিআর সেভেন’ সহজেই যে হাল ছাড়ছেন না, সেটা স্পষ্ট।

১০০০ গোলের লক্ষ্য সামনে রেখেই হয়তো ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করতে যাচ্ছেন রোনালদো। এর অর্থ সম্ভাব্য নতুন চুক্তির মেয়াদ যখন শেষ হবে, তখন রোনালদোর বয়স হবে প্রায় সাড়ে ৪১ বছর, অবিশ্বাস্যই বটে। এর মধ্যেই নতুন করে রোনালদোর এক বছরের জন্য চুক্তি বাড়াতে রাজি হওয়ার খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

আরও পড়ুনসব রহস্য লুকিয়ে রোনালদোর শরীরে০৭ ফেব্রুয়ারি ২০২৫

রোনালদোর চুক্তি বাড়ানো নিয়ে আল নাসরের ভেতরের এক সূত্র এএফপিকে জানিয়েছে, ‘এখনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। সামনের দিনগুলোয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।’ রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের জুনে।

সৌদি লিগ মাতাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অপরাধীদের ফাঁসি চাইলেন শিশুটির বোন

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুটির পরিবারে চলছে শোকের মাতম। সন্তানের মৃত্যুতে শিশুটির মা বারবার কান্নায় ভেঙে পড়ছেন। আহাজারি করে তিনি অপরাধীদের ফাঁসির দাবি জানাচ্ছেন। শিশুটির বোনও অঝোরে কাঁদছেন। তিনিও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান।

শিশুটির বাড়িতে গিয়ে দেখা গেছে, তার প্রতিবন্ধী বাবা নির্বাক হয়ে পড়েছেন। পরিবারে অন্য সদস্যরাও কান্নাকাটি করছেন। এ মৃত্যুতে গ্রামবাসীরাও মর্মাহত। 

স্থানীয় সব্দালপুর ইউপি চেয়ারম্যান বলেন, তিনি পরিবারটির পাশে আছেন। তাদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।

আট বছরের শিশুটি ৫ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয়। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে শনিবার (৮ মার্চ) বিকেলে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়। সন্ধ্যা ৭টায় সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাকে মাগুরা আনা হয়। এরপর শহরের নোমানী ময়দানে প্রথম জানাজা, পরে শ্রীপুর উপজেলার শব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে দ্বিতীয় জানানা শেষে স্থানীয় সোনাইকুন্ডি কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

সদর থানার ওসি আইয়ুব আলী জানান, মৃত্যুর ঘটনায় তার ভগ্নিপতি হিটু শেখ, হিটু শেখের দুই ছেলে সজীব শেখ ও রাতুল শেখের নামে শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের মধ্যে হিটু শেখকে সাতদিন ও অন্যদের পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের জ্ঞিাসাবাদ চলছে।

সম্পর্কিত নিবন্ধ