মেহেরপুরের গাংনী উপজেলার বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরি জাতীয় করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করেন বেসরকারি কলেজ শিক্ষক সমিতি, গাংনী উপজেলা শাখার সদস্যরা।

‘হাতে হাত, কাঁধে কাঁধ, এক সাথে চলবো পথ’ প্রতিপাদ্যে শিক্ষক-কর্মচারীদের বাৎসরিক মিলনমেলার আগে বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো.

বেদারুল আলমের নেতৃত্বে একটি র‌্যালি গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে তারা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন।

এসময় বক্তারা বলেন, সরকারি শিক্ষকরা যে সিলেবাস অনুযায়ী পাঠদান করেন, আমরাও সেই সিলেবাস ও নিয়মকানুন অনুযায়ী কলেজ পরিচালনা করি। তাহলে কেন আমাদের সাথে বৈষম্য করা হয়?

তারা আরও জানান, তারা তাদের অধিকার আদায়ের জন্য আরও বৃহৎ কর্মসূচি পালন করবেন।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. বেদারুল আলম, সাধারণ সম্পাদক এসএম সায়েম, নির্বাহী সদস্য মো. আবুল কালম আজাদ স্বপন প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল সরক র

এছাড়াও পড়ুন:

বিকেএসপি কাপ টেবিল টেনিসে রানার্সআপ যবিপ্রবি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) খুলনা শাখা আয়োজিত বিকেএসপি কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ রানার্সআপ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) টিম। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় খুলনায় সিঙ্গেল ইভেন্টে ঢাকা বিকেএসপি বনাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। পাঁচ সেটের খেলায় ৩-২ ব্যাবধানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রার্নাসআপ হয়।

টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ যবিপ্রবি থেকে অংশগ্রহণকারী শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরুল কায়েস ইমন বলেন, “রানার্সআপ হতে পেরে ভালো লাগছে। তবে চ্যাম্পিয়ন হতে পারলে আরো ভালো লাগতো। আগামীতে চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ।”

টুর্নামেন্টে যবিপ্রবির কোচ ও ম্যানেজারের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. রাকিব রায়হান বলেন, “ফাইনাল ম্যাচটা অনেক প্রতিদ্বন্দ্বিতপূর্ণ ছিল। কিন্তু প্রতিপক্ষ দল স্বাগতিক হওয়ায় ওরা কিছুটা সুবিধা পেয়েছে।”

তিনি বলেন, “আমাদের ছেলে-মেয়েরা অনেক ভালো খেলেছে। এজন্য তাদের অভিনন্দন জানাই। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় থেকে যদি এ রকম আরও সুযোগ পায়, আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে ভালো করার চেষ্টা করব।”

ঢাকা/ইমদাদুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ