গাংনীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ ও র্যালি
Published: 11th, February 2025 GMT
মেহেরপুরের গাংনী উপজেলার বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরি জাতীয় করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করেন বেসরকারি কলেজ শিক্ষক সমিতি, গাংনী উপজেলা শাখার সদস্যরা।
‘হাতে হাত, কাঁধে কাঁধ, এক সাথে চলবো পথ’ প্রতিপাদ্যে শিক্ষক-কর্মচারীদের বাৎসরিক মিলনমেলার আগে বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো.
এসময় বক্তারা বলেন, সরকারি শিক্ষকরা যে সিলেবাস অনুযায়ী পাঠদান করেন, আমরাও সেই সিলেবাস ও নিয়মকানুন অনুযায়ী কলেজ পরিচালনা করি। তাহলে কেন আমাদের সাথে বৈষম্য করা হয়?
তারা আরও জানান, তারা তাদের অধিকার আদায়ের জন্য আরও বৃহৎ কর্মসূচি পালন করবেন।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. বেদারুল আলম, সাধারণ সম্পাদক এসএম সায়েম, নির্বাহী সদস্য মো. আবুল কালম আজাদ স্বপন প্রমুখ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কথা বলবেন পুতিন-ট্রাম্প
ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পুরোপুরি সম্মত নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধবিরতির বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই শিগগিরই দুই পরাশক্তিধর দেশের প্রেসিডেন্টের মধ্যে আলাপচারিতা শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মস্কো গিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিফ উইটকফ। পুতিনের সঙ্গে উইটকফের বৈঠক হয়েছে। বৈঠকের পর পুতিন কোনো মন্তব্য করেননি। তবে এর আগে তিনি বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ইউক্রেনের জন্য ৩০ দিনের যুদ্ধবিরতি ‘ভালো হবে’ এবং ‘আমরা এর পক্ষে।’ তবে তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি প্রস্তাবে কিছু ‘সূক্ষ্মতা’ আছে।
শুক্রবার পুতিনের সঙ্গে উইটকফের বৈঠক প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বৈঠকে ‘রাশিয়াকে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছিল’ এবং ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নিজস্ব ‘তথ্য ও অতিরিক্ত সংকেত’ দিয়েছিলেন।
তিনি জানান, দুই নেতার মধ্যে টেলিফোনে আলোচনার পরিকল্পনা রয়েছে। কিন্তু উইটকফ ফিরে গিয়ে মার্কিন প্রেসিডেন্টকে বিষয়টি অবহিত করার পরেই কেবল সময় নির্ধারণে একমত হবেন পুতিন ও ট্রাম্প।
ঢাকা/শাহেদ