ফরিদপুরে যুব অনূর্ধ্ব ১৮ কাবাডি প্রতিযোগিতা শুরু
Published: 11th, February 2025 GMT
ফরিদপুরে 'তারুণ্যের উৎসব' উপলক্ষ্যে যুব অনূর্ধ্ব ১৮ বালক-বালিকা দলের কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলা পুলিশের আয়োজনে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় মঙ্গলবার বেলা ১১টায় ফরিদপুর স্টেডিয়ামে এর উদ্বোধন করা হয়।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.
এদিন মধুমতি জোনের অধীনে ৮টি জেলার বালক ও বালিকা দলের খেলা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী জেলাগুলো হলো- মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, ঢাকা, মাগুরা, রাজবাড়ি এবং নারায়ণগঞ্জ। মোট ১৬টি দল এতে অংশগ্রহণ করেছে।
এই প্রতিযোগিতা থেকে ৮টি বিভাগ থেকে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল নির্বাচিত হবে, যারা ঢাকায় অনুষ্ঠিত বিভাগীয় চূড়ান্ত খেলায় অংশ নিবে। খেলা পরিচালনা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য মো. মাসুদুর রহমান চুন্নু।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পাটগ্রামে রেলপথ অবরোধ
লালমনিরহাটের বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় পাটগ্রামে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের ব্যানারে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে দেড় ঘণ্টা এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ প্রধান। বক্তব্য দেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, পৌর জামায়াতের আমির সোহেল রানা, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম, ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের সমন্বয়ক সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।
কর্মসূচি চলাকালে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বাউরা রেলস্টেশনে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। পরে লালমনিরহাট রেলওয়ে বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) ফারুকুল ইসলাম মানিক এসে ১৫ এপ্রিল থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালুর আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
জানা গেছে, লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে কয়েক দফা রেলপথ অবরোধ ও ট্রেন আটক করে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি চালু করার দাবি জানান স্থানীয়রা। এর পর রেলওয়ে কর্তৃপক্ষ প্রথমে গত ১৫ ফেব্রুয়ারি ও পরে ১০ মার্চ বুড়িমারী থেকে ট্রেন চালু করার কথা নিশ্চিত করে। সে অনুযায়ী বুড়িমারী রেলস্টেশনের কাছে অবকাঠামো তৈরি করা হয়। রহস্যজনক কারণে ট্রেনটি চালু না করায় অবরোধ করে স্থানীয়রা।