ঢাকা থেকে গ্রেপ্তার হবিগঞ্জের সাবেক এমপি মজিদ হত্যা মামলায় কারাগারে
Published: 11th, February 2025 GMT
হবিগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুল মজিদ খানকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আবদুল আলীমের আদালতে মজিদ খানকে হাজির করা হয়। পুলিশ তাঁকে বানিয়াচং থানায় দায়ের করা ৯ জনকে হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। এ সময় পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হয়নি। পাশাপাশি আসামির পক্ষে কোনো আইনজীবী জামিন চাননি। আদালত খুবই দ্রুত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুনহবিগঞ্জের সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ আটক১৫ ঘণ্টা আগেএর আগে সোমবার রাতে দিকে রাজধানীর ফার্মগেট থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর রাতেই তাঁকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হবিগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক শেখ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আ. লীগ নামে কোনো দল রাজনীতি করার অধিকার রাখে না: ইশরাক
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে ফ্যাসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগ নাম দিয়ে রাজনীতি করার অধিকার রাখে না।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মুগদা থানা বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মশালায় এ কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, গণহত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই।
তিনি বলেন, বিদেশে বসে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে আবারও মানুষ হত্যার নির্দেশ দিচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা তার নির্দেশ বাস্তবায়নের পরিকল্পনা ও বাস্তবায়নের চেষ্টা করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবসহ অনেকে।
বিএইচ