হবিগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুল মজিদ খানকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আবদুল আলীমের আদালতে মজিদ খানকে হাজির করা হয়। পুলিশ তাঁকে বানিয়াচং থানায় দায়ের করা ৯ জনকে হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। এ সময় পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হয়নি। পাশাপাশি আসামির পক্ষে কোনো আইনজীবী জামিন চাননি। আদালত খুবই দ্রুত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুনহবিগঞ্জের সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ আটক১৫ ঘণ্টা আগে

এর আগে সোমবার রাতে দিকে রাজধানীর ফার্মগেট থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর রাতেই তাঁকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হবিগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক শেখ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাঙামাটিতে গুর্খা সম্মেলন ও গুণীজন সম্মাননা

বিষু উৎসব ও বাংলা নববর্ষ উপলক্ষে রাঙামাটিতে বসবাসরত গুর্খা জনগোষ্ঠীর উদ্যোগে গুর্খা সম্মেলন, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তবলছড়িস্থ স্থানীয় কমিউনিটি সেন্টারে রাঙামাটি গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

রাঙামাটি গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মঞ্জু রাণী গুর্খার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রাঙামাটি গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বরুণ প্রসাদ নেওয়ার, রাঙামাটি গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি মনোজ বাহাদুর গুর্খা, দীলিপ বাহাদুর রায়, পংকজ বাহাদুর গুর্খা, ত্রিদীপ বাহাদুর রায় প্রমুখ।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, আদিকাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নেপালী বংশোদ্ভূত গুর্খা সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ধরে রাখতে হলে ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়ে নতুন প্রজন্মকে এগিয়ে চলার পথ দেখাতে হবে। যাতে করে এই নতুন প্রজন্ম গুর্খা জনগোষ্ঠীর বিভিন্ন উৎসব ও আচার-অনুষ্ঠান যথাযথভাবে উৎসবমুখর পরিবেশে পালন করতে পারে। আর এই উৎসবের মাধ্যমে সম্প্রীতি-ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহাদ্য উত্তর উত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

আরো পড়ুন:

অভ্যুত্থানে আহতদের সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা পরিষদ

সাজেকে ঢল নেমেছে পর্যটকদের, খালি নেই রিসোর্ট 

আলোচনা সভা শেষে গুর্খা জনগোষ্ঠীর ছয় নেতাকে গুণীজন সংবর্ধনার ক্রেস্ট দেওয়া হয়। পরে গুর্খা জনগোষ্ঠীর শিল্পীরা তাদের নিজস্ব পোশাক পরে নিজের ভাষায় সঙ্গীত ও মনোমুগ্ধকর নাচ পরিবেশন করেন। 

ঢাকা/শংকর/বকুল

সম্পর্কিত নিবন্ধ