Risingbd:
2025-02-11@15:34:00 GMT

বরগুনায় বাসের ধাক্কায় নিহত ৩

Published: 11th, February 2025 GMT

বরগুনায় বাসের ধাক্কায় নিহত ৩

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলার সাহেব বাজার সংলগ্ন রহমত ফিলিং স্টেশনের কাছে দ্রুত গতির একটি বাস মাহিন্দ্রা ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন তিনজন। আহত একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানান আমতলী থানার ওসি মো.

আরিফুর রহমান।  

নিহত তিনজনের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম (৬০) ও আবিদ (৭)। শহিদুল ইসলাম গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানির ডালাচোরা গ্রামের বশীর হাজির ছেলে‌ এবং আবিদ চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের হিমু আকনের ছেলে।

আরো পড়ুন:

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

টাঙ্গাইলে বাসচাপায় ২ জন নিহত

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আরিফুর রহমান বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহন (ঢাকা মেট্রো-ব- ১৪-৮৭৮১) বেপরোয়া গতিতে আমতলীর কুকুয়া ইউনিয়নের সাহেব বাজার এলাকার কাছাকাছি রহমত ফিলিং স্টেশনের সামনে আসে। বাসটি আমতলী থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রাটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। মাহিন্দ্রার পেছনে থাকা মোটরসাইকেলটিকেও ইউনিক পরিবহনের বাসটি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলটির চালক মারা যান। এলাকাবাসী আহতদের আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহিন্দ্রার থাকা একজন মারা যান। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অপর একজনের মৃত্যু হয়।” 

তিনি আরো বলেন, ‍“সড়ক দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছে। এলাকাবাসী ঘাতক বাস আটক করে। আমরা আমতলী থানায় বাসটি নিয়ে এসেছি। বাসটির চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।” 

ঢাকা/ইমরান/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন আহত

এছাড়াও পড়ুন:

পেকুয়ায় পাইলিং ভেঙে নির্মাণশ্রমিকের মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলার নোয়াখালীপাড়া-রাজাখালী সেতুর নির্মাণকাজের পাইলিং ভেঙে চাপা পড়ে একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুল কাইয়ুম (৩৯)। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

আবদুল কাইয়ুম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের আদর্শ বাজার গ্রামের মোজাম্মেল হকের ছেলে। সেতুর নির্মাণকাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক বলেন, পাইল সেন্টারের কাস্টিং শেষ হওয়ার পর সেন্টার সরানোর চেষ্টা করার সময় একটি তেপায়া ভেঙে যায়। এ সময় পাইলিংয়ের নিচে থাকা আবদুল কাইয়ুম চাপা পড়েন। স্থানীয় লোকজনের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জানতে চাইলে সেতু নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক মো. হাসান বলেন, একটি পাইলিংয়ের কাজ শেষ করে অন্য পাইলিংয়ের কাজ করার জন্য তেপায়া সেন্টার সরানোর সময় তেপায়াটি ভেঙে যায়। অন্য শ্রমিকেরা দৌড়ে সরে যেতে পারলেও কাইয়ুম একবারে নিচে থাকার কারণে চাপা পড়েন। এতে তাঁর মৃত্যু হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সেতুর নির্মাণকাজ করতে গিয়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • সাবিনাদের চাপে রাখতেই কি বাকিদের সঙ্গে চুক্তি বাফুফের
  • বরগুনায় বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নানা-নাতিসহ তিনজন নিহত
  • আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 
  • বিজ্ঞানচর্চায় বাংলাদেশে নারীদের অংশগ্রহণ ও চ্যালেঞ্জ
  • টিসিবির ট্রাকে পণ্যের চেয়ে গ্রাহক বেশি
  • পেকুয়ায় পাইলিং ভেঙে নির্মাণশ্রমিকের মৃত্যু
  • গোপালগঞ্জে মৎস্যজীবীসহ দুইজনের মরদেহ উদ্ধার
  • কোটালীপাড়ায় খালে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ
  • বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দু’পক্ষে সংঘর্ষ