গাজীপুরের শ্রীপুরে ছুটির বকেয়া টাকা পরিশোধসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সলিং মোড় এলাকা অবরোধ করে রাখেন শ্রমিকেরা। চার ঘণ্টা পর দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকার ক্রাউন ওলেন ওয়্যার কারখানার শ্রমিকদের ২০২৩ ও ২০২৪ সালের ছুটির টাকা বাকি পড়ে আছে। এর পাশাপাশি ঈদ বোনাস, টিফিন বিল, হাজিরা বোনাস দেওয়ার দাবি জানিয়ে আসছেন তাঁরা। এ ছাড়া কথায় কথায় শ্রমিক ছাঁটাই, শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ বন্ধ করা এবং শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণের জড়িত এক কর্মকর্তাকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন তাঁরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা থেকে ওই এলাকার ক্রাউন ওলেন ওয়্যার কারখানার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। এ সময় ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা ১টায় কারখানা কর্তৃপক্ষ কিছু দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা সড়ক থেকে সরে গিয়ে কারখানার আশপাশে অবস্থান নেন।

বিক্ষুব্ধ শ্রমিকদের একজন আমেনা খাতুন বলেন, ‘আমাদের বকেয়া টাকা পরিশোধ করার কথা থাকলেও তারা তা‌ করছেন না।’ অপর শ্রমিক মো.

শরিফুল ইসলাম বলেন, শ্রমিকদের সঙ্গে কারখানার কিছু কর্মকর্তা অত্যন্ত বাজে আচরণ করেন। এসব বন্ধ করে তাঁদের সব বকেয়া পরিশোধ করতে হবে।

একই কারখানার অপর শ্রমিক তানিয়া আক্তার বলেন, এমনিতেই স্বল্প টাকা বেতন পান তাঁরা; তার ওপর যদি বিভিন্ন সুযোগ–সুবিধা বন্ধ করে দেওয়া হয়, তাহলে শ্রমিদের জীবন যাপন করা কষ্টসাধ্য হয়ে যায়। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁরা মূল ফটক বন্ধ করে ভেতরে অবস্থান করছেন।

শিল্প পুলিশের শ্রীপুর সাব–জোনের ইনচার্জ মো. আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন দাবি আদায়ের জন্য শ্রমিকেরা রাস্তা অবরোধ করেছিল। পরে আমরা দুই পক্ষের সঙ্গে আলাপ করে সমাধান করেছি। বেশির ভাগ দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। এর পর শ্রমিকেরা রাস্তা ছেড়ে চলে আসে। কারখানার মালিক এসে বাকি দাবিদাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। এখন সেখানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর শ ধ

এছাড়াও পড়ুন:

একই ফ্যাসিবাদী আচরণ, একইভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের অন্যায্য ব্যবহার: উমামা ফাতেমা

দেশে একই ফ্যাসিবাদী আচরণ, একইভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের অন্যায্য ব্যবহার হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেছেন, আওয়ামী লীগের পলিসিগুলোই ভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন উমামা ফাতেমা। তিনি বলেন, ‘নতুন করে কালচারাল বাইনারি তৈরির চেষ্টা চলছে। এই কাজ আওয়ামী লীগ অনেক সফলভাবে করেছিল। মতাদর্শের সব গ্রে এরিয়াকে মোছার চেষ্টা হতো পপুলিজমের চাপে। হাসিনা যে একটা গণ–অভ্যুত্থানের মাধ্যমে পতিত হবে সেটা অনেকেই টের পাচ্ছিল। কারণ, হাসিনা কালচারাল বাইনারির ওপর ভর করে তার শাসনব্যবস্থাকে আর জায়েজ করতে সক্ষম হচ্ছিল না। তবে হাসিনার পতনের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক মেরুকরণের অনেক উগ্র প্রকাশ বিনা বাধায় ডালপালা মেলার সুযোগ পাচ্ছে। জুলাই অভ্যুত্থান সফল হয়েছিল কারণ, আওয়ামী ব্যবস্থাগত নিপীড়ন সব সাংস্কৃতিক ব্যবধান মুছে ফেলেছিল।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র বলেন, ‘রাষ্ট্রের কাজ তো ন্যায় প্রতিষ্ঠা করা। কিন্তু জুলাই অভ্যুত্থান–পরবর্তী সরকার দেশের মধ্যকার সাংস্কৃতিক বিভক্তিকে রাজনীতিকরণের সুযোগ করে দিচ্ছে যা আওয়ামী লীগের ফিরে আসার জমিন তৈরি করবে। আমাদের ভাই-ব্রাদাররা ভয় পায় লীগ ফেরত আসবে, আওয়ামী লীগ কি প্রক্রিয়ায় ফিরে আসবে তা নিয়ে বিশ্লেষণে ব্যস্ত। ধানমণ্ডি ৩২ ভাঙার পরবর্তী সময়ে দেশের জঘন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উলঙ্গ প্রকাশ ঘটেছে। আওয়ামী লীগকে কাগজে–কলমে নিষিদ্ধের মাধ্যমে কখনোই নিষিদ্ধ করা সম্ভব না। যদি না আওয়ামী লীগের তৈরি করে সাংস্কৃতিক বিভাজন, আওয়ামী লীগের তৈরি করা রাজনৈতিক বিভাজনকে প্রশ্ন না করা যায়।’

উমামা ফাতেমা আরও বলেন, ‘খুব দুঃখের সঙ্গে বলতে হয়। আওয়ামী লীগের পলিসিগুলোই জাস্ট ভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। একই ফ্যাসিবাদী আচরণ, একইভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের অন্যায্য ব্যবহার। আমাদের শহীদেরা নিশ্চয়ই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিলেন। নব্বইয়ের অভ্যুত্থানের নির্লজ্জ পুনরাবৃত্তির জন্য জীবন দেননি।’

আরও পড়ুন‘মবে’র মহড়া এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করব: উপদেষ্টা মাহফুজ আলম২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • সাইবার ট্রাইব্যুনাল বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • সংবিধান সংশোধন: রাষ্ট্রে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের অধিকারের প্রশ্ন
  • একই ফ্যাসিবাদী আচরণ, একইভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের অন্যায্য ব্যবহার: উমামা ফাতেমা
  • ৬৬ শতাংশ নাগরিকের মতে সরকারি কর্মচারীরা শাসকের মতো আচরণ করেন: জরিপ
  • আন্দোলনের মুখে বিচারক, অচলাবস্থা সাইবার ট্রাইব্যুনালে
  • বিনয় সম্পর্কে আল্লাহ ও রাসুল (সা.) যা বলেন
  • হাত-পা বাঁধা অভিবাসী ফেরত আসায় চাপে মোদি সরকার