ক্লাসিকো বললেই মনের আয়নায় সবার আগে ভেসে উঠে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার লড়াই, ‘এল ক্লাসিকো’ নামে যা সারা বিশ্বে পরিচিতি। এক যুগ আগেও এই লড়াইটি ছিল সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে। তবে সেই ঝাঁজটি এখন যেন ভর করেছে রিয়াল আর ম্যানচেস্টার সিটির দ্বৈরথে। এই লড়াইয়ের নতুন কেতাবি নাম ‘ক্লাসিকো’! নামটি যখন স্বয়ং রিয়াল বস আনচেলত্তির দেওয়া, তখন সংবাদমাধ্যম তা না লুফে পারে না।

আগামী দিনগুলোতে রিয়াল-সিটি দ্বৈরথই গুরুত্বপূর্ণ হয়ে ওঠবে ফুটবল প্রেমীদের কাছে, পাশাপাশি গার্দিওলা ও আনচেলত্তির ডাগ আউটের গল্পগুলোও। সবশেষ কয়েক মৌসুমে ইউরোপীয় ফুটবলকে ভিন্ন মাত্রা দিয়েছে এই দুই দল এবং দুই ম্যানেজার। এই দ্বৈরথগুলো ফুটবলের সৌন্দর্য এবং ঐতিহ্যের একটি জীবন্ত সাক্ষ্য হয়ে উঠেছে।

এরআগে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল বা সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুল। যেখানে ২০২১-২২ এবং ২০২৩-২৪ মৌসুমে জয় পেয়েছিল রিয়াল। অন্যদিকে সিটি জিতেছিল ২০২২-২৩ মৌসুমে। তবে এবার তাদের দেখা হয়ে যাচ্ছে প্লে-অফেই।

আরো পড়ুন:

ভঙ্গুর সিটির পরীক্ষা নেবে রক্ষণের বিশ্বস্ত যোদ্ধাবিহীন রিয়াল

বিতর্কিত পেনাল্টিতে পয়েন্ট ভাগাভাগি দুই মাদ্রিদের: আড়ালে বার্সার হাসি

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে ইতিহাদ স্টেডিয়ামে মাঠে নামছে এই দুই দল। ম্যাচ পূর্বরর্তী সংবাদ সম্মেলনে রিয়াল বস আনচেলত্তি বলেন, “এটাকে এখন ‘মর্ডান ক্লাসিকো’র মতোই মনে হচ্ছে। কারণ আমরা তাদের বিপক্ষে অনেক বছর ধরেই খেলে আসছি। আমার মনে হয়, বরারবরের মতোই বিনোদনদায়ী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। এই লড়াই এতটাই উঁচু মানের যে, খেলার প্রতিটি ক্ষেত্রেই সেরাটা মেলে ধরতে হবে, স্রেফ একটি দিক তুলে ধরলে চলবে না।”

২০২২ সালে সেমি-ফাইনালে রোমাঞ্চকর এক লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে ৫-৬ অ্যাগ্রিগেটে হারিয়ে ফাইনালে উঠে পরে শিরোপা জয় করে লস ব্ল্যাঙ্কসরা। সান্তিয়াগো বার্নাব্যুতে সেবার সেকেন্ড লেগের অতিরিক্ত সময়ে ৩ গোল করে রিয়াল এই অবিস্মরণীয় জয় নিয়ে আসে।

শেষ কয়েক বছরের এই সমস্ত দ্বৈরথের কথা মাথায় রেখেই আনচেলত্তি প্রশংসা করলেন সিটি এবং তাদের ম্যানেজারের, “তারাই (সিটি) এখন সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ। এবং সে (গার্দিওলা) সেরা ম্যানেজার। এই লড়াই থেকে যে দলই সামনে এগোবে, সেই দলেরই টুর্নামেন্টের শেষ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা বেশি। সাম্প্রতিক বছরগুলোয় এটাই দেখা গেছে।”

গার্দিওলার মুখোমুখি হওয়াটা প্রতিবারই একটা মাথাব্যাথার কারণ বলেও উল্লেখ করেছেন এই ইতালিয়ান ম্যানেজার, “বাস্তবতা হলো, ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ সবসময়ই দুর্ভাবনার। গুয়ার্দিওলা এমন একজন কোচ, যে ফুটবল খেলাটায় অনেক কিছু বয়ে এনেছে, সে উদ্ভাবনী একজন, তার প্রতি আমার সম্মান অনেক। সে সেরাদের একজন, যদি সেরা নাও হয়।”

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ ফ ইন ল

এছাড়াও পড়ুন:

মাথাপিছু আয় কমে ২,৭৩৮ ডলার, কমেছে প্রবৃদ্ধির হার

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার। ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য দিয়েছে। এই হিসাবে সাময়িক হিসাব থেকে মাথাপিছু আয় ৪৬ ডলার কমে গেছে। সাময়িক হিসাবে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৮৪ ডলার।

আজ সোমবার বিবিএস ২০২৩-২৪ অর্থবছরের মাথাপিছু আয়, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চূড়ান্ত হিসাব দিয়েছে। সেখানে এই তথ্য পাওয়া গেছে। এই হিসাবে দেখা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হারও কমেছে। সাময়িক হিসাবের চেয়ে কমেছে ১ দশমিক ৬০ শতাংশীয় পয়েন্ট।

মাথাপিছু আয় ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি প্রবাসী আয়সহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে এই হিসাব করা হয়।

বিবিএসের হিসাবে দেখা গেছে, তিন বছর ধরে দেশের মানুষের গড় মাথাপিছু আয় কমেছে। ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, যা এযাবৎকালের সর্বোচ্চ। এরপর ২০২২-২৩ অর্থবছরের মাথাপিছু আয় কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ কোটি ডলার। গত অর্থবছরে তা আরও কমল।

মূলত ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় বিবিএসের হিসাবে মাথাপিছু আয় কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের মার্কিন ডলারের গড় বিনিময় হার ১১১ টাকা ৬ পয়সা হিসেবে ধরা হয়েছে। দুই বছরের বেশি সময় ধরে ডলারের বিনিময় হার বাড়ছে।

তবে টাকার হিসাবে মাথাপিছু আয় বেড়েছে, সেই হিসাবে মাথাপিছু আয় তিন লাখ টাকা ছাড়িয়ে গেছে। দেশের মানুষের মাথাপিছু আয় এখন ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা। ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা।

জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে

বিবিএসের চূড়ান্ত হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ২২ শতাংশ। কয়েক মাস আগে দেওয়া সাময়িক হিসাবে এই হার ছিল ৫ দশমিক ৮২ শতাংশ। ফলে তিন বছরের মধ্যে সবচেয়ে কম জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ২০২৩-২৪ অর্থবছরে। এর আগে ২০২১-২২ অর্থবছরের ৬ দশমিক ২৬ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক ৩৭ শতাংশ।

সম্পর্কিত নিবন্ধ

  • ফিক্সিংয়ের দায়ে ৫ বছর নিষিদ্ধ বাংলাদেশি স্পিনার সোহেলি
  • ফিক্সিং কাণ্ডে নারী ক্রিকেটার সোহেলী ৫ বছর নিষিদ্ধ
  • রাষ্ট্রপক্ষ পেপারবুক থেকে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য পড়েছে
  • বাবার বয়সী হৃতিকের সঙ্গে প্রেম বলে কটাক্ষ, জবাব দিলেন সাবা
  • সালমান রুশদির সন্দেহভাজন হামলাকারীর বিচার শুরু
  • কমলো জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়
  • মন্ত্রিসভার পদত্যাগ চান প্রেসিডেন্ট, গভীর সংকটে কলম্বিয়া সরকার
  • মাথাপিছু আয় কমে ২,৭৩৮ ডলার, কমেছে প্রবৃদ্ধির হার
  • ১৪ বছর পর শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ জয়