নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ আরও ৪০ জন গ্রেপ্তার
Published: 11th, February 2025 GMT
নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ও পুলিশের নিয়মিত অভিযানে আওয়ামীলীগের নেতাকর্মী সহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ডেভিল হান্ট অভিযানে ২০ জন। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলা এবং বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত আসামী। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।
তারেক আল মেহেদী জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত ২০ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃতরা হচ্ছে, বৈষম্য বিরোধী মামলায় গ্রেপ্তার ফতুল্লার থেকে রুবেল (৪৫), সিদ্ধিরগঞ্জ থেকে উপজেলার ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন (৩২), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সংক্রিয় সদস্য নূর হোসেন কুট্টি (২৫), বন্দর থেকে উপজেলার মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (৫২), রূপগঞ্জ থেকে নারায়গঞ্জ জেলা যুবলীগের সক্রিয় কর্মী ইসমাইল হোসেন(৩৪), আড়াইহাজার থেকে আড়াইহাজার পৌরসভা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ (৪৪), সোনারগাও থেকে নারায়ণগঞ্জ জেলা ওলামা লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ সোহান (২৫), সোনারগাঁ পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রনি হাসান (৩২), সোনারগাঁ থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী শফিউর রহমান হিরন (২২), এছাড়াও খাইরুদ্দিন ইমন (২৪) রিফাত হাসান (২০) হোসাইন গাজী (২১) সোহাগ (২২) মোসাদ্দেক হোসেন (২৪) মোঃ জুয়েল রানা (৩৬) আবু মুছা (৩৮) লিটন (৩২) কামাল উদ্দিন (৫০) মাহাবুব হাসান (৩৮) রাসেল (২৪) কে গ্রেপ্তার ককরা হয়েছে।
এরআগে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভেভিল হান্ট ও পুলিশের নিয়মিত অভিযানে আওয়ামীলীগের নেতাকর্মীসহ ১৯ জন গ্রেপ্তার হয়। এরমধ্যে আড়াইহাজার থেকে গ্রেপ্তারকৃত ১৩ জনের মধ্যে ১২ জনই সোমবার বিকালে জামিন পেয়ে যায়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ র প ত র কর আওয় ম ল গ র ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
৫ নয় ৫০ বছর থাকুন, আগে নির্বাচিত হয়ে আসুন : রাজীব
ফতুল্লায় বিএনপির সমাবেশে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, আজ অনেকে হাই তুলছে এ সরকারকে ৫ বছর থাকতে হবে।
৫ নয় ৫০ বছর থাকুন। আগে নির্বাচিত হয়ে আসুন। ফ্যাসিস্টদের সময় আমলারা এভাবেই বলত শেখ হাসিনার সরকার আরও বেশি দরকার। সেই প্রচার করে তারা দেশকে লুটেপুটে খেয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় রাজীব ইসরায়েলী হামলার তীব্র নিন্দা বলেন, দুসময়ে রাজপ্রাসাদে থাকা নেতার ভালো কথার চেয়ে দুসময়ে রাজপথে থেকে আন্দোলন করা কর্মীর অভিমান আমার কাছে বেশী দামি।
আমার নেতা তারেক রহমান বলেছেন সবার আগে দেশ ও দেশের মানুষ। বিএনপি সেই রাজনীতিই করে। আমাদের একমাত্র নেতা তারেক রহমান আর আমরা সবাই দায়িত্বশীল। আজকে প্রয়োজনে দায়িত্ব দিয়েছেন, আবার দায়িত্ব থেকে সরিয়েও দিতে পারেন। দায়িত্ব পেয়ে কেউ অহমিকা করবেন না। কোন নেতার কারনে দলের বিন্দু পরিমান ক্ষতি হলে তাকে ছাড় নয়।
তিনি বলেন, আমাদের মতো নেতাদের ২/৩ মাসের বেশী জেল খাটতে হয়নি। কিন্তু আমাদের নেত্রী বছরের পর বছর জেল খেটেছেন। এমন নেত্রীর বদনাম কেউ করবেন সেটা মেনে নেবো না।
সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ভূইয়া জেলা ছাত্রলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া প্রমূখ।